তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরের আগেই ফের চাপান-উতোর শুরু ত্রিপুরায়। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন- আচমকাই এমন অভিযোগ তুলে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে শনিবার থানায় তলব করা হয়েছে। অভিষেকের ত্রিপুরা সফরের আগে যাকে বিজেপির ষড়যন্ত্র বলেই মনে করছে ঘাসফুল শিবির। আগামীকাল রবিবার ত্রিপুরা সফরে যাচ্ছেন অভিষেক। তার আগে বিভিন্ন দলীয় কর্মসূচীতে অংশ নিতে ত্রিপুরায় পৌঁছেছেন কুণাল। আর অভিষেক পৌঁছনোর ঠিক আগের দিনই তাঁকে তলব করেছে ত্রিপুরা পুলিশ। রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টার অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।
এই পরিস্থিতিতে, ত্রিপুরায় তিনি গ্রেফতার হয়ে যেতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেছেন কুণাল ঘোষ। তাঁর দাবি, কোনও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার উদ্দেশ্য ছিল না আমার। বিজেপি চায় আমাকে গ্রেফতার করিয়ে প্রচার বন্ধ করাতে। রবিবার অভিষেকের সভা আর আসন্ন পুরভোটের আগেই বিজেপি তাঁকে গ্রেফতার করতে পুলিশকে নির্দেশ দিয়েছে বলে দাবি করেছেন কুণাল। তিনি জানিয়েছেন, বিজেপির আগরতলা পুলিশ শুক্রবার তাঁর নামে একটি মামলা করেছে। বৃহস্পতিবার রাত থেকেই তাঁকে পুলিশ খুঁজছে বলে দাবি করেছেন কুণাল।