ফের কেন্দ্রীয় দুই তদন্তকারী সংস্থাকে বিধানসভায় ডেকে পাঠালেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। ফের সিবিআই, ইডিকে ডেকে পাঠালেন তিনি। আপাতত ঠিক হয়েছে, আগামী ৯ নভেম্বর বিধানসভায় যাবেন এই দুই সংস্থার আধিকারিকরা।
বিধায়ক-মন্ত্রীদের যদি কোনও তদন্তকারী সংস্থাকে ডেকে পাঠাতে হয় কিংবা তদন্ত প্রক্রিয়ায় যুক্ত করতে হয়, সে ক্ষেত্রে বিধানসভার অধ্যক্ষের অনুমতি প্রয়োজন হয়। কিন্তু এ রাজ্যে সিবিআই বা ইডি তদন্তে নামলেও আইন মেনে এগোয়নি বলেই অভিযোগ বিধানসভা কর্তৃপক্ষের। চার্জশিটে মন্ত্রী-বিধায়কদের নাম তুলে দিলেও, জানতেই পারেননি অধ্যক্ষ। সেই বিধি ভঙ্গের অভিযোগ ঘিরেই টানা প্রায় দেড় মাস ধরে চলছে টানাপোড়েন। যা আদালত অবধিও গড়িয়েছে।
বিধানসভার অধ্যক্ষ ইডি বা সিবিআই আধিকারিকদের ডেকে পাঠাতে পারেন কি না এই প্রশ্ন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তদন্তকারী দুই সংস্থা। বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে এর শুনানি ছিল চলতি মাসের প্রথম দিকে। সেখানে বিচারপতি বলেছিলেন, ‘স্পিকার – সিবিআই, ইডি দ্বৈরথ যথেষ্ট হয়েছে। সব ভুলে কাজে মন দিন।’ তবে একইসঙ্গে সেদিন আদালত জানিয়েছিল, ভবিষ্যতে সিবিআই, ইডি আধিকারিকদের যদি ফের বিধানসভায় ডাকা হয়, তাহলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চাইলে আদালতে যেতেই পারে। আবারও সেই পরিস্থিতিই উদ্ভূত হতে চলেছে বলেই মনে করছে ওয়াকিবহালমহল।