এবার আরও ৩ বছরের জন্য মেয়াদ বৃদ্ধি হল আরবিআই গভর্নর শক্তিকান্ত দাসের। কেন্দ্রীয় মন্ত্রিসভার অ্যাপয়েন্টমেন্ট কমিটি শুক্রবার জানিয়েছে, আর তিন বছরের জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর থাকছেন শক্তিকান্ত দাস। ২০২১ সালের ১০ ডিসেম্বর থেকে শুরু হবে তাঁর নতুন কার্যকাল।
প্রসঙ্গত, ১৯৮০ সালের ব্যাচের তামিলনাড়ু ক্যাডারের আইএএস অফিসার শক্তিকান্ত এর আগে পঞ্চদশ অর্থ কমিশনের অন্যতম সদস্য ছিলেন। এছাড়া জি-২০ গোষ্ঠীতে শেরপার ভূমিকায় ভারতের প্রতিনিধিত্ব করেছেন তিনি। ২০১৮ সালে তিনি আইবিআই-এর ২৫ তম গভর্নর হিসেবে নিযুক্ত হন। কেন্দ্রীয় সরকারের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে এদিন আরও তিন বছরের জন্য তাঁর মেয়াদ বৃদ্ধির কথা জানানো হয়েছে। উর্জিত প্যাটেলের পর আরবিআই গভর্নর পদে নিযুক্ত হন শক্তিকান্ত দাস।
উল্লেখ্য, শক্তিকান্ত কেন্দ্রীয় অর্থনৈতিক সচিব থাকাকালীনই নোটবন্দীর কথা ঘোষণা করে মোদী সরকার। ওই পর্বে নগদের ঘাটতি নিয়ে যখন তীব্র অসন্তোষ দেখা যাচ্ছিল, তখন মাঝেমধ্যেই সরকারের হয়ে ময়দানে নামতে দেখা গিয়েছে শক্তিকান্তকে। এমনকী কোভিড মহামারীর সঙ্কটেও তাঁর একাধিক সিদ্ধান্ত প্রশংসা আদায় করে নিয়েছি মোদী সরকারের। বিশেষজ্ঞদের অনেকেরই মত, মোদী সরকারের সঙ্গে সুসম্পর্কের কারণেই আরবিআই গভর্নর পদে মেয়াদ বৃদ্ধি শক্তিকান্ত দাসের।