২০২৪ লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই কংগ্রেসকে কৌশলী বার্তা দিয়ে চলেছে তৃণমূল। তৃণমূলের রাজ্যসভার মুখ্য সচেতক সুখেন্দুশেখর রায়, দলের মুখপত্র জাগো বাংলার সম্পাদকীয়, ভোট কৌশলী প্রশান্ত কিশোর এবং তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এরা প্রায় একই সুরে কংগ্রেসের সামনে আয়না তুলে ধরার চেষ্টা করে চলেছেন। কংগ্রেস তথা সোনিয়া এবং রাহুল গান্ধীদের তৃণমূল নেতারা বোঝাতে আপ্রাণ চেষ্টা করে চলেছেন যে, ২০২৪-এর নির্বাচনে অবিজেপি জোটে কংগ্রেস থাকলেও তাদের দাদাগিরি কিছুতেই মানবে না তৃণমূল।
একাধিকবার তৃণমূলের মুখপত্র জাগো বাংলার সম্পাদকীয়তে তা স্পষ্ট করা হয়েছে। দু’দিন আগেই সুখেন্দুশেখর রায় বলেছেন, ‘দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত আগস্টে সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করে বিরোধী রাজনৈতিক দলগুলিকে এক ছাতার তলায় আনার জন্য সচেষ্ট হওয়ার আর্জি জানিয়ে এসেছিলেন। কিন্তু সোনিয়া গান্ধী তাঁর নিজের দলের কোন্দল সামলাতেই ব্যস্ত রয়েছেন। তাই কংগ্রেসের জন্য আর অপেক্ষা করে বসে থাকবে না তৃণমূল’।
প্রশান্ত কিশোর কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে সরাসরি কটাক্ষ করেছেন। বলেছেন, ‘রাহুল গান্ধী বোধহয় ভ্রান্ত ধারণা নিয়ে রয়েছেন, যে তিনি চাইলেই নরেন্দ্র মোদীকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারবেন।’ রাহুল গান্ধীর উদ্দেশ্যে তাঁর বার্তা, ‘’আপনি যদি নরেন্দ্র মোদীর শক্তির খবর না রাখেন, না বোঝেন, তাহলে কখনই তাঁকে হারাতে পারবেন না।’ এখানেই থামেননি পিকে। তিনি আরও বলেছেন, ‘ঠিক যেমন ছয় দশক ধরে কংগ্রেস রাজনীতির কেন্দ্রে ছিল। তেমন আগামী কয়েক দশক ভারতীয় জনতা পার্টি দেশের রাজনীতির কেন্দ্রে থাকবে। আর বেশ কয়েক দশক ধরে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে’।
এদিকে, প্রশান্ত কিশোরের মন্তব্য প্রসঙ্গে দিল্লীতে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আমরা এখনও মনে করি, কংগ্রেসকে বাদ দিয়ে জোট সম্ভব নয়।প্রশান্ত কিশোর রাজনৈতিক নন। তিনি তাঁর নিজের মত প্রকাশ করেছেন। উনি পেশাদার লোক। সফল হয়েছেন। তাই ওঁর কথায় এত গুরুত্ব দিচ্ছে’। ২০২৪ সালে বিজেপি বিরোধী জোটের মুখ কে হবেন, এই প্রসঙ্গে অত্যন্ত স্পষ্টভাবে সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘আমরা মনে করি, কংগ্রেসকে বাদ দিয়ে জোট সম্ভব নয়। আবার কংগ্রেস সর্বেসর্বা হবে, তা-ও নয়। জোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি ছাড়া সফলতা সম্ভব নয়। আমাদের গোষ্ঠীর মুখ হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অবশ্যই আমরা প্রধানমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই চাইব’।