পেট্রোপণ্যের ক্রমাগত মূল্যবৃদ্ধির ফলে এমনিতেই নাভিশ্বাস উঠেছে দেশবাসীর। এবার তার প্রভাব পড়ল নিত্যপ্রয়োজনীয় বাজারে। সংকটে মধ্যবিত্ত। রাতারাতি দাম বাড়ল শাক-সবজি, মাছ ও পোলট্রির ডিমের। সেঞ্চুরি ছুঁয়েও বিরাম নেই ডিজেলের। ৩৫ পয়সা বেড়ে শুক্রবার কলকাতায় ডিজেলের দাম ১০০.৪৯ টাকা/লিটাল। ৩৪ পয়সা বেড়ে কলকাতায় পেট্রোলের দাম ১০৯.১২ টাকা/লিটার। খিদিরপুর বাজার বেড়েছে আলুর দাম। শুক্রবার জ্যোতি আলু বিক্রি হয় ২২ টাকা প্রতি কেজি দরে। বৃহস্পতিবার তা ছিল ২০ টাকা/কেজি, বুধবার ছিল ১৬ টাকা/কেজি। তার আগে ছিল ১৪ টাকা/কেজি। চন্দ্রমুখী আলু শুক্রবার বিক্রি হল ২৪ থেকে ২৫ টাকা/কেজি দরে। আগে যা ছিল ২০ টাকা/কেজি। নতুন আলু বিক্রি হয় ৩৫ থেকে ৪০ টাকা/কেজি দরে। বিক্রেতারা জানিয়েছেন, গত এক সপ্তাহে আচমকা বেড়েছে আলুর দাম। তবে এই দাম আরও বাড়বে বলেই আশঙ্খা করছেন বিক্রেতারা।
পাশাপাশি, খিদিরপুর বাজারে বাঁধা কপি ৪০ টাকা/কেজি, ফুলকপি ৪০ টাকা/কেজি, ঢ্যাঁড়স ৭০ টাকা/কেজি,পটল ৬০ টাকা/কেজি। খিদিরপুর বাজারে ঝিঙে ৬০ টাকা/কেজি, বরবটি ৮০ টাকা/কেজি, বেগুন ৬০ টাকা/কেজি, টমেটো ৬০ টাকা/কেজি, শসা ৪০ টাকা/কেজি, উচ্ছে ৮০ টাকা/কেজি। মানিকতলা বাজারে গত কয়েকদিনে ধাপে ধাপে বেড়েছে শাক-সবজির দাম। শুক্রবার সেখানে আপেল বিক্রি হল কেজি প্রতি ১২০ টাকায়, টম্যাটো ৮০ টাকায়, ঝিঙে ৬০ টাকা, ঢ্যাঁড়শ ৬০ টাকা এবং পেঁয়াজ ৫০ টাকায়। রাতারাতি দাম বাড়ল পোল্ট্রির ডিম ও অন্ধ্রের কাটাপোনা মাছের। পোল্ট্রির ডিম বৃহস্পতিবার বিক্রি হয় সাড়ে ৫ টাকা/পিস। শুক্রবার বিক্রি হল ৬ টাকা/পিস। অন্ধ্রের কাটাপোনা মাছে বৃহস্পতিবার বিক্রি হয় ৩৩০ টাকা/কেজি। শুক্রবার বিক্রি হল ৩৫০ টাকা/কেজি।