শনিবাল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরার মাটিতে পা রাখার আগেই অস্বস্তি চরমে উঠল গেরুয়াশিবিরে। ত্রিপুরার রামনগরের বিজেপি বিধায়ক সুরজিৎ দত্তের পরিবারের সদস্যরা যোগ দিলেন তৃণমূলে। সাংসদ সুস্মিতা দেব ও কুণাল ঘোষের হাত ধরে ঘাসফুলের পতাকা তুলে নিলেন তাঁরা।
প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায় বনমালী পুরের বাসিন্দা তথা বিজেপি বিধায়ক সুরজিৎ দত্তের ভাই তপন দত্ত ও তাঁর ছেলে সায়ন্তন দত্ত ১৫০ পরিবার নিয়ে তৃণমূলে যোগ দিলেন। এর ফলে বনমালীপুরে তৃণমূলের শক্তি অনেকটাই বৃদ্ধি পেল। রাজ্যে বিপ্লব দেব সরকারের অপশাসনের বিরুদ্ধে এবং পাশের রাজ্য বাংলায় তৃণমূলের উন্নয়নে অনুপ্রাণিত হয়ে তাদের জোড়াফুল শিবিরে যোগদান বলেই জানান তপন দত্ত। আগামী দিনে রামনগর ও বনমালীপুর সহ বিভিন্ন এলাকার আরও অনেক বিজেপি কর্মী-সমর্থকরা তৃণমূলে যোগ দেবেন বলেই দাবি তপনবাবুর।