উত্তরবঙ্গে সপাহাড় সফর শেষ করে তিনদিনের ঠাসা কর্মসূচি নিয়ে এবার উপকূলের রাজ্য গোয়ায় পৌঁছলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ তিনি পানাজির ডাবোলিম বিমানবন্দরে নামেন। তারপর সেখান থেকে সড়কপথে পৌঁছে যান হোটেলে। এদিন হোটেলবন্দি থাকবেন তিনি। শুক্রবার সকাল থেকে পানাজিতে দিনভর কর্মসূচী রয়েছে তাঁর। শুক্রবার থেকেই তিনি ঝাঁপিয়ে পড়বেন জনসংযোগে। সূত্রের খবর, মমতার এই সফরে তৃণমূলে যোগ দিতে চলেছেন সেখানকার নামী কয়েকজন ব্যক্তিত্ব। আর তৃণমূল নেত্রীর সেই সফরের দিকে তাকিয়ে রাজনৈতিক মহল।
আজ কার্শিয়াং থেকে বাগডোগরা বিমানবন্দর হয়ে সোজা গোয়ায় উড়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর সাংবাদিক বৈঠক করে নিজেই তাঁর কর্মসূচীর কথা জানাবেন বলে তৃণমূল সূত্রে খবর। দলের অন্দরের খবর, শুক্রবার সকালে গোয়ার তৃণমূল নেতাদের সঙ্গে তাঁর দেখা করার কথা। এর পর সেই রাজ্যের মাছের বাজারে গিয়ে মাছ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলবেন মমতা। এই সফরে যেতে পারেন স্থানীয় মন্দির এবং চার্চে। হেঁটে গোয়ার বিস্তীর্ণ এলাকা ঘুরে দেখতে পারেন তিনি। সঙ্গে সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনবেন তিনি।
উল্লেখ্য, গোয়ায় মধ্যাহ্নভোজের আয়োজন করেছে তৃণমূল। চা চক্র থেকে মধ্যাহ্নভোজ দফায় দফায় বৈঠকে তৃণমূল নেত্রী কাদের সঙ্গে দেখা করেন, তা নিয়েই তুমুল আগ্রহ রাজনৈতিক মহলে। এপ্রসঙ্গে বলে রাখা দরকার, গোয়ার একাধিক খ্যাতনামা ব্যক্তি তৃণমূল নেত্রীর সঙ্গে দেখা করেছেন। ফুটবলার অ্যালভিটো, গায়ক রেমো ফার্নান্ডেজ, লাকি আলি অভিনেত্রী নাফিস আলিরা তৃণমূলে যোগ দিতে পারেন বলেই খবর। এমনকী, বলিউড অভিনেত্রী বর্ষা উসগাঁওকর তৃণমূলে যোগ দিতে পারেন বলে সূত্রের খবর। তবে এই যোগদান পর্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরেই শেষ হয় কিনা সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞমহল।