মঙ্গলবার সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। বুধবারই তাঁর দায়ের করা মামলার শুনানি হবে। সূত্রের খবর, জরুরি ভিত্তিতে মামলার শুনানি চেয়ে কলকাতা হাইকোর্টে আর্জি জানিয়েছিলেন আলাপন। সেই আর্জি মেনে নিয়েছে আদালত।
হাইকোর্ট সূত্রে খবর, তাঁর মামলার জরুরি ভিত্তিতে শুনানি চেয়ে আবেদন করেছিলেন আলাপন। সেই আর্জিতে সাড়া দিয়েছে হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ। দুপুর ২টো নাগাদ বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চে উঠবে আলাপনের মামলা।