করোনা সংক্রমণ রুখতে উদ্যোগ, জেলা জুড়ে নতুন ২৩টি মাইক্রো কনটেইনমেন্ট জোন ঘোষণা করল নবান্ন। সংক্রমণ রুখতে হাওড়া পুর নিগম এলাকার ২৩ টি অঞ্চলকে চিহ্নিত করে মাইক্রো কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করল প্রশাসন। এর আগে শনিবার হাওড়া পুর এলাকার নয়টি ওয়ার্ডের ১৪টি জায়গাকে মাইক্রো কনটেইনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হয়েছিল।
হাওড়া পৌর নিগম এলাকা বাদ দিয়ে গ্রামীণ হাওড়া সহ হাওড়া সদর এলাকার মোট ২৩ টি এলাকাকে নতুন করে মাইক্রো কনটেইনমেন্ট জোনের আওতায় আনা হয়েছে। জেলা প্রশাসন সূত্রের খবর, সর্বাধিক মাইক্রো কনটেইনমেন্ট জোন রয়েছে জেলার জগৎবল্লভপুর, সাঁকরাইল, আমতা ২নং এবং শ্যামপুর ১ নং ব্লকে।
জগৎবল্লভপুর ও আমতা ২ নং ব্লকে ৬টি করে মোট ১২টি, সাঁকরাইল ও শ্যামপুর ১ নং ব্লকে ৪টি করে মোট ৮টি এবং বালি জগাছা, পাঁচলা ও শ্যামপুর ২ নং ব্লকে ১টি করে মোট ৩টি এলাকাকে মাইক্রো কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে।এদিন থেকেই মাইক্রো কন্টেইনমেন্ট জোনগুলিতে বিধিনিষেধ আরোপ শুরু হয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি পৌর নিগম সূত্রে জানানো হয়েছিল, জেলা প্রশাসনের বিভিন্ন দফতরের সমন্বয়ে একটি যৌথ কমিটি গঠিত হয়েছে। এরপরই নবান্ন থেকে ক্রমবর্ধমান কোভিড সংক্রমণকে রোখার জন্য নতুন করে মাইক্রো কনটেইনমেন্ট জোন ঘোষণা করা হয়।
হাওড়া পৌর নিগম এলাকায় বেশ কিছু ওয়ার্ডের এলাকাকে এই তালিকার অন্তর্ভুক্ত করা হয়। হাওড়া পৌর নিগমের ১৩, ৩২, ৩৩, ৩৪, ৩৯, ৪১, ৪৪, ৪৭, ৪৮ মোট ৯ টি ওয়ার্ডের কয়েকটি এলাকাকে এই তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রের খবর, কনটেইনমেন্ট জোনের থেকে মাইক্রো কনটেইনমেন্ট জোন করে বিশেষ নজরদারি চালানোর মাধ্যমে কোভিডের বিরুদ্ধে লড়াই করা অনেক বেশি ফলপ্রসূ হবে বলে মনে করছে জেলা প্রশাসন। এই মুহূর্তে হাওড়া জেলাতে কনটেইনমেন্ট জোন না থাকলেও ছোট ছোট এলাকাকে মাইক্রো কনটেইনমেন্ট জোনের আওতায় এনে সংক্রমণ আটকাবার প্রচেষ্টা করা হচ্ছে বলে জেলা প্রশাসন সূত্রে খবর।
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার হাওড়াও নতুন করে আক্রান্ত হয়েছে ৬১ জন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমণ আগের দিনের মতোই। ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮০৬ জন। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ১৫ জনের। রাজ্য়ে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৮১১ জন।
জেলা প্রশাসন সূত্রে খবর, আন্দুল রোড, হাটপুকুর জি আই পি কলোনি, ব্রজনাথ লাহিড়ী যেন, সার্কুলার রোড ফোর্থ বাই লেন, ডবসন রোড, পি কে রায় চৌধুরী লেন, শরৎ চট্টোপাধ্যায় রোড, শিবপুর রোড, অমৃতলাল মুখার্জি লেন, ধর্মতলা লেন, সাতাশি দক্ষিণ পারা ও দক্ষিণ বাঁকসারা ভিলেজ রোডের একাংশ নিয়ে হাওড়া পৌর নিগম এলাকায় মাইক্রো কনটেইনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হয় নবান্নের তরফ থেকে।
পাশাপাশি, নবান্নের তরফে পৌর নিগম এলাকাতেও কনটেইনমেন্ট জোন আলাদা করে করার কোনও নির্দেশিকা দেওয়া হয়নি । কয়েকদিন পূর্বে হাওড়া পৌর নিগম এলাকার মাইক্রো কনটেইনমেন্ট জোন ঘোষণার পরেই গতকাল থেকে নতুন করে ঘোষণা করা হল জোনগুলো।