করোনা অতিমারির কথা মাথায় রেখে গত বছর কালীপুজো ও দিওয়ালিতে বাজি পোড়ানো নিষিদ্ধ করেছিল হাইকোর্ট। এ বছরেও সেই একই নির্দেশ বহাল রাখার আর্জি জানিয়ে মামলা করা হয়েছে উচ্চ আদালতে। আগামী ২৯ অক্টোবর কলকাতা হাইকোর্টে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে মামলার শুনানি হবে। তবে তার আগেই বড় সিদ্ধান্ত জানাল রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। দীপাবলিতে মাত্র ২ ঘণ্টার জন্য বাজি ফাটানোর অনুমতি দিয়ে নির্দেশিকা জারি করা হল।
তবে সমস্ত বাজি হতে হবে পরিবেশবান্ধব। কালীপুজো এবং দীপাবলিতে রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত বাজি পোড়ানো যাবে বলে জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। তবে এই রাজ্যে শুধুমাত্র পরিবেশবান্ধব বাজিই বিক্রি করা যাবে। ছটপুজোর ক্ষেত্রে সন্ধ্যা ৬-৮টা পর্যন্ত বাজি পোড়ানো যাবে। আর বড়দিন ও নিউ ইয়ার্সে মাত্র ৩৫ মিনিট অনুমতি দিয়েছে পর্ষদ। ওই দুই দিন রাত ১১.৫৫ মিনিট থেকে রাত ১২.৩০ পর্যন্ত বাজি ফাটানো যাবে।