আসন্ন দিনহাটা বিধানসভা উপনির্বাচনে দলীয় প্রার্থী উদয়ন গুহর সমর্থনে মঙ্গলবার নিগমনগরের মেলার মাঠে জনসভা করলেন অভিনেত্রী তথা তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদিকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেলে দিনহাটা-২ ব্লকের ওই নির্বাচনী সভা থেকে সায়ন্তিকা বিজেপিকে ভাঁওতাবাজ বলে কটাক্ষ করেন। অন্যদিকে, এদিন দিনহাটা শহরের গোধূলি বাজারে মিছিলে হাঁটেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সদ্য প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক, দলের কোচবিহার জেলা সভানেত্রী মালতী রাভা রায়। সায়ন্তিকা বলেন, “ভোটের আগে বিজেপি বলেছিল, নারায়ণী সেনা গড়ে এখানকার যুবদের চাকরি দেবে। কোথায় গেল সেই প্রতিশ্রুতি? বিজেপি স্বপ্ন দেখছে দেখুক, স্বপ্ন দেখতে তো আর পয়সা লাগে না। বাংলা বাংলাই থাকবে। বাংলাকে গুজরাত বানানোর চেষ্টা ব্যর্থ হবে। বাংলার মানুষকে ভালাবাসা দিয়ে মন জয় করতে হয়। বঙ্গবাসীকে টাকা দিয়ে কেনা যায় না।”
পাশাপাশি, এদিনের ওই নির্বাচনী সভা থেকে দলীয় কর্মী-সমর্থকদের ভোটের দিন কড়া নজর রাখতে বলেন সায়ন্তিকা। তিনি বলেন, “দলের কর্মীদের বলছি, ৩০শে অক্টোবর গুরুত্বপূর্ণ দিন। চোখ, কান খোলা রাখতে হবে। গত বিধানসভা নির্বাচনের সময় দেখেছি, একদল গদ্দার, মীরজাফর, বিশ্বাসঘাতক দুই নৌকায় পা দিয়ে বসেছিল। দূর থেকে বসে বসে জল মাপছিল কে জিতবে। যে জিতবে, সেই দিকে চট করে চলে যাবে। তাদের জন্য তৃণমূল দুধ-কলা দিয়ে কালসাপ পোষা বন্ধ করে দিয়েছে। এখন দূর থেকে কালসাপ দেখব, আর কারও দিকে যাতে ফোঁস করে না ওঠে। ফোঁস করলে সাঁপুড়ে ডেকে বিষদাঁত ভেঙে ঝুড়িতে ভরে দেব।” এদিনের নির্বাচনী সভায় প্রার্থী উদয়ন গুহ সহ এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, আব্দুল জলিল আহামেদ সহ অন্যান্য তৃণমূল নেতা উপস্থিত ছিলেন। নিগমনগরে সায়ন্তিকার নির্বাচনী সভায় তৃণমূলের কর্মী-সমর্থকের ভিড় উপচে পড়ে। ভোটের পাঁচদিন আগে এত ভিড় দেখে উজ্জীবিত তৃণমূলের জেলা নেতারা।