যতই সময় এগোচ্ছে, ক্রমশই জটিল হচ্ছে সমীর ওয়াংখেড়ে প্রসঙ্গ। শাহরুখ-পুত্র আরিয়ান খান-কে ৩রা অক্টোবর গ্রেফতার করার পর থেকেই তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ তোলা হচ্ছে। ফের একবার মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক গুরুতর অভিযোগ আনলেন সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে। তাঁর দাবি, এনসিবির জোনাল ডিরেক্টর আড়ি পাতছেন বলিউড তারকাদের ফোনে। শুধু তাই নয়, তাঁর নিজের মেয়ে নিলোফারের কল ডিটেল রেকর্ড চেয়েছিলেন সমীর। কিন্তু মুম্বই পুলিশ এই দাবি নাকচ করে দিয়েছে। “আমার কাছে খবর আছে, সমীর ওয়াংখেড়ে দুই প্রাইভেট গোয়েন্দার সাহায্যে ফোনে আড়ি পাতার কাজ চালাচ্ছেন। আমার ফোনও ট্যাপ করা হয়েছে। রাজ্যের নামী ব্যক্তিত্বদের ফোন ট্যাপ করার পাশাপাশি বলিউড সেলেব্রিটিদের উপরেও বেআইনিভাবে নজর রাখছেন সমীর ওয়াংখেড়ে।” এমনই জানান নবাব।
পাশাপাশি তিনি জানিয়েছেন, এনসিবি এক আধিকারিক নিজে তাঁকে জানিয়েছেন, সমীর ওয়াংখেড়ের নির্দেশে ৩৬টি ভুয়ো মামলাও দায়ের করেছে এনসিবি। তার সব তথ্য প্রমাণ তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, ডিজি এবং অন্যান্য কর্তা ব্যক্তিদের পাঠিয়েছেন। নবাবের দাবি, এনসিবি-র আড়ালে কোটি কোটি টাকা রোজগার করছেন সমীর ওয়াংখেড়ে। আজ, ২৬শে অক্টোবর আরিয়ান খানের জামিনের মামলা উঠবে বম্বে হাই কোর্টে। তাঁর হয়ে সওয়াল করবেন ভারতের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতাগি। সোমবার গভীর রাতে মুম্বই এসে পৌঁছান মুকুল। তিনি নিজেই জানিয়েছেন মঙ্গলবার আরিয়ান খানের আইনজীবী সতীশ মানশিন্ডের সঙ্গে তিনিও উপস্থিত থাকবেন শুনানিতে। জাস্টিস নীতিন সামব্রে-র এজলাসে উঠেছে আরিয়ান খানের জামিনের মামলা।
এছাড়া, সিনিয়র কাউন্সেল অমিত দেশাইও এদিন হাই কোর্টে উপস্থিত থাকবেন। নারকোটিক ড্রাগস এবং সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস (এনডিপিএস) কোর্টে তিনিই ২৩ বছরের আরিয়ানের হয়ে সওয়াল করেছিলেন। আরিয়ানের পাশাপাশি আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচার জামিনের আবেদনও শুনবে হাইকোর্ট। ৩রা অক্টোবর এনসিবি’র হাতে গ্রেফতার হয়েছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। তারপর থেকে একাধিক বার আরিয়ানের আইনজীবী তাঁর জামিনের আবেদন জানালেও বার বার তা খারিজ হয়ে গিয়েছে। আজ, বুধবার ফের একবার বিশেষ এনডিপিএস কোর্টে আরিয়ানের জামিনের আবেদন করা হয়। অন্যদিকে সমীর ওয়াংখেড়ের স্ত্রী ক্রান্তি রেডকর একটি সাক্ষাৎকারে বলেছেন, “সমীরকে একটা কথাই বলব। শক্ত থাকো। সমাজের একাংশ হয়তো তোমার বিরুদ্ধে, কিন্তু গোটা দেশের মানুষ তোমার পাশে আছেন। যা সত্যি তার জন্য তোমার লড়াই চালিয়ে যাও। তোমার সঙ্গে আমরাও লড়ছি।”