প্রতি বছরের মতো এবারও ছট পুজো উপলক্ষ্যে মিলবে দু’দিনের ছুটি। রাজ্য সরকারী কর্মচারীদের এমনই সুখবর শোনাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তবে পূর্বের নির্দেশিকা অনুযায়ী, ৯ ও ১০ নভেম্বর ছিল ছুটি। সামান্য বদলেছে দিনক্ষণ। সোমবার অর্থ দফতরের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ১০ ও ১১ নভেম্বর থাকবে ছুটি।
অক্টোবরে দুর্গাপুজো ও লক্ষ্মীপুজো উপলক্ষ্যে ছিল ছুটি। নভেম্বরে কালীপুজোর পাশাপাশি ছট পুজোতেও দু’দিন ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মীরা। যদিও বাম আমলে ভাইফোঁটা এবং ছটপুজোর এই দিনটিতে ছুটি দেওয়া হত না। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার দু’বছর পর ছট পুজোয় ছুটি দেওয়ার নিয়ম চালু হয়।
সেই অনুযায়ী এবারও ছট পুজো উপলক্ষে দু’দিন ছুটি পাবেন কর্মীরা। নবান্নের তরফে বলা হয়েছে, বুধবার অর্থাৎ ১০ নভেম্বর ছট পুজোর দিন ছুটি পাবেন সমস্ত রাজ্য সরকারি কর্মীরা। তারপরের দিন অর্থাৎ ১১ তারিখও থাকবে ছুটি। তবে অতিমারি পরিস্থিতির কারণে দুর্গাপুজোর মতো ছট পুজো উদযাপনের ক্ষেত্রেও মানতে হবে একাধিক নিষেধাজ্ঞা, কঠোর করোনা বিধি।