রাজনীতিতে ফিরছেন লালু। জেলে বন্দিদশা ও শারীরিক সমস্যার কারণেই গত দুটি বিধানসভা নির্বাচনে অংশ নিতে না পারতেও বিহারে ফিরতেই ফের রাজনীতিতে ফেরার ইঙ্গিত দিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা লালু প্রসাদ যাদব। তাঁর মতে, মানুষের ভালবাসার কারণেই তিনি ফিরে আসতে পেরেছেন।
সংবাদসংস্থাকে সাক্ষাৎকার দিতে গিয়ে লালু প্রসাদ যাদব বলেন, ‘আমি অসুস্থ থাকায় ও জেলবন্দী থাকার কারণে দুটি নির্বাচনে অংশ নিতে পারিনি। এখন উপ-নির্বাচন হচ্ছে, সেই সময়ই আমি ফিরে আসতে পেরেছি কেবল মানুষের ভালবাসাতেই’। আরজেডি নেতা জানান, আগামী ২৭ অক্টোবর থেকেই তিনি উপ-নির্বাচনের প্রচারে অংশ নেবেন। কুশেশ্বর আস্থান ও তারাপুরে তিনি নির্বাচনী প্রচারে বক্তব্য রাখবেন বলে জানান।
কংগ্রেসের সঙ্গে জোট প্রসঙ্গে লালু প্রসাদ যাদব বলেন, ‘জোট সবসময় সম মানসিকতা, চিন্তাধারার ও ধর্মনিরপেক্ষ মানুষদের মধ্যেই হয়। রাজ্যস্তরেও আমরা কংগ্রেস, বাম সহ অন্যান্য দলের সঙ্গে জোট বেঁধেছি। তবে জোটের প্রধান ভূমিকা কংগ্রেসকেই দেওয়া হয়েছে। কংগ্রেসকে আমাদের থেকে বেশি কে সহায়তা করেছে…কংগ্রেস একটা পুরনো দল, জাতীয় স্তরে স্বীকৃতি রয়েছে, আমরা এখনও তা মানি’।
অন্যদিকে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে কটাক্ষ করে তিনি বলেন, ‘নীতীশ কুমারের খুব প্রশংসা করা হচ্ছে। প্রধানমন্ত্রী মোদী ও বিজেপি ভাল জানবে, সবাই স্লোগান দিচ্ছেন যে প্রধানমন্ত্রী হওয়া উচিত নীতীশ কুমারের মতো। ওনার এতটাই অহংকার ও লোভ রয়েছে’।