শাহরুখ-পুত্র আরিয়ান খানের গ্রেফতারির ঘণ্টা খানেকের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি সেলফি ছড়িয়ে পড়েছিল। ছবিটি আরিয়ানের সঙ্গে তোলা এক ব্যক্তির সেলফি। প্রথমে শোনা গিয়েছিল, ওই ব্যক্তি এনসিবি-র কোনও আধিকারিক। এ নিয়ে সমালোচনার মধ্যেই এনসিবি বিবৃতি দিয়ে জানাতে বাধ্য হয়, ওই ব্যক্তির সঙ্গে তাঁদের কোনও সম্পর্ক নেই। নিজস্বীতে থাকা সেই কিরণ গোসাভির বিরুদ্ধেই সম্প্রতি লুকআউট নোটিস জারি হয়েছে মুম্বইয়ে। জানা গিয়েছে, মাদক-কাণ্ডের এই অন্যতম সাক্ষী নাকি গা ঢাকা দিয়ে রয়েছেন উত্তরপ্রদেশে। শুধু তাই নয়, সেখানে পুলিশের কাছে আত্মসমর্পণও করতে চেয়েছেন! নতুন একটি অডিয়ো-বার্তা প্রকাশ্যে আসতেই তেমন জল্পনা ছড়িয়েছে।
গোসাভির বিরুদ্ধে যখন লুকআউট নোটিস জারি হয়েছে, সে সময়ই উত্তরপ্রদেশে একটি অডিয়ো বার্তা ভাইরাল হয়। সেই অডিয়ো বার্তায় নিজেকে কিরণ গোসাভি বলে পরিচয় দিতে শোনা গিয়েছে এক ব্যক্তিকে। তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘এটা কি মাদিয়াঁও পুলিশ থানা?’ থানা থেকে যখন উত্তর দেওয়া হয় যে এটা মাদিয়াঁও থানা তখন অডিয়ো বার্তায় ফের শোনা যায়, ‘আমি থানায় আসতে চাই। আমার নাম কিরণ গোসাভি। আমি আত্মসমর্পণ করতে চাই।’ থানা থেকে তখন পাল্টা জানতে চাওয়া হয়, কেন তিনি এখানে আসতে চান, ওই ব্যক্তি তখন বলেন, ‘এটাই সবচেয়ে নিকটবর্তী থানা, তাই।’ তবে থানা থেকে তাঁকে জানিয়ে দেওয়া হয়, এখানে আত্মসমর্পণ করা যাবে না। অন্য কোথাও চেষ্টা করুন। এখন খবর যদিও এই অডিয়ো বার্তার সত্যতা যাচাই করেনি।