টেট উত্তীর্ণদের জন্য সুখবর। গত মাসেই তাঁদের অফলাইনে আবেদনপত্র জমা করতে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। আর এবার নিয়োগ নিয়ে বড় ঘোষণা করল পর্ষদ। টেট উত্তীর্ণদের তালিকা প্রকাশ করে ভাইভা ও তথ্য যাচাইয়ের জন্য ডেকে পাঠানো হল। মঙ্গলবার প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে ২০১৪ সালে টেট উত্তীর্ণদের তালিকা প্রকাশ করে তাঁদের স্ক্রুটিনির জন্য ডেকে পাঠানো হয়েছে। টেট উত্তীর্ণ ৪৬৭ জনকে অফলাইনে আবেদন জমা করতে বলা হয়েছিল। এই ৪৬৭ জন অনলাইনে আবেদন জমা করতে পারেননি। তাঁদের অফলাইন আবেদনকে মান্যতা দিয়েই স্ক্রুটিনি, তথ্য যাচাই ও ভাইভার জন্য ডেকে পাঠানো হয়েছে। আগামী ২৭ অক্টোবর কলকাতার বোসপুকুর প্রাইমারি স্কুল কাউন্সিল, শিক্ষাভবনে ভাইভা ও অ্যাপটিটিউড টেস্ট হবে।
পর্ষদের তরফে জানানো হয়েছে, শিক্ষাভবনে ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত স্ক্রুটিনি, ভেরিফিকেশন, ভাইভা ও অ্যাপ্টিটিউড টেস্ট নেওয়া হবে। সঙ্গে আনতে হবে টেট অ্যাডমিট কার্ড, টেট কোয়ালিফিকেশনের নথি ডাউনলোড করে তার অরিজিনাল কপি ও জেরক্স, মাধ্যমিক বা সমগোত্রীয় পরীক্ষার অরিজিনাল অ্যাডমিট কার্ড, উচ্চমাধ্যমিক পরীক্ষার অরিজিনাল মার্কশিট ও সার্টিফিকেট, কোনও ট্রেনিং করা থাকলে তার অরিজিনাল মার্কশিট ও সার্টিফিকেট, স্নাতকের অরিজিনাল মার্কশিট ও সার্টিফিকেট, অরিজিনাল কাস্ট সার্টিফিকেট, অরিজিনাল পিএইচ সার্টিফিকেট, আগে কোনও চাকরি করা থাকলে তার সার্টিফিকেট, ভোটার কার্ড/আধার কার্ড, দুকপি ফটো (পাসপোর্ট সাইজ), সমস্ত নথি অরিজিনাল ও জেরক্স কপি সঙ্গে আনতে হবে।