ভারতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার জন্য আবেদন করার শেষ তারিখ মঙ্গলবার ২৬ অক্টোবর। অবশেষে তা আবেদন করলেন রাহুল দ্রাবিড়। যা খবর, তাতে সোমবার পর্যন্ত দ্রাবিড় সরকারি ভাবে কোচের পদের জন্য আবেদন করেননি। শেষ দিন তিনি আবেদন করলেন। সৌরভ অবশ্য জানিয়ে দিয়েছিলেন, যথাযথ পদ্ধতি মেনেই কোচ নির্বাচন করা হবে।
তা ছাড়া তিনি দীর্ঘ দিন ধরে তিনি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির কোচের দায়িত্বে রয়েছেন। ভারতীয় ক্রিকেটে ভবিষ্যতের যোগান দেওয়ার কাজটা তিনি অত্যন্ত সফল ভাবে করে যাচ্ছেন। যেহেতু জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি বেঙ্গালুরুতে, দ্রাবিড় নিজের শহরে থেকেই সেই দায়িত্ব সামলাতে পারছেন।
এর পরেও তিনি যদি আবেদন করেন, তা হলে তিনিই যে কোহলিদের দায়িত্ব নেবেন, সেটি একরকম নিশ্চিত। কিন্তু আবেদন না করলে তিনি যে কোচ হচ্ছেন না, সেটিও নিশ্চিত। শুধু প্রধান কোচ নয়, ব্যাটিং কোচ, বোলিং কোচ, ফিল্ডিং কোচের জন্যও বোর্ড আবেদনপত্র চেয়েছে। প্রধান কোচের জন্য আবেদন করার শেষ দিন মঙ্গলবার হলেও বাকি পদগুলির জন্য বোর্ড ৩ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছে।
আইপিএল চলাকালীন খবর রটে গিয়েছিল, রাহুল দ্রাবিড়ই ভারতীয় দলের কোচ হচ্ছেন। তাঁর বেতনও ফাঁস হয়ে গিয়েছিল। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় কয়েক দিন আগেই জানিয়েছিলেন, কোহলিদের কোচ হওয়ার জন্য আবেদন করলেন দ্রাবিড়।