২০২৪ সালের লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে সর্বভারতীয় স্তরে বিজেপিকে কোণঠাসা করতে সোনিয়ার কাছে বিরোধী শক্তিগুলিকে একজোট করার আহ্বান জানিয়েছিলেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এর জন্য অনন্তকাল অপেক্ষা করা যাবে না বলে মঙ্গলবার সাফ জানিয়ে দিল তৃণমূল। কংগ্রেসের তরফে এনিয়ে কোনও উদ্যোগ নেওয়া হয়নি। অথচ তৃণমূল কংগ্রেস যখন অন্য রাজ্যে সংগঠন বিস্তার করছে তখন তৃণমূলের সমালোচনা করা হচ্ছে। এনিয়ে কংগ্রেসকে নিশানা করলেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়।
এদিন সুখেন্দুশেখর রায় বলেন, বিজেপি বিরোধী জোটের ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছিলেন বেশি দেরী হওয়ার আগে আপনারা সিদ্ধান্ত নিন। আমরা কারও জবাবের জন্য অপেক্ষা করি না। আমাদের সর্বোচ্চ স্তর থেকে সোনিয়ার কাছে আবেদন ছিল, আপনি এনিয়ে ব্যবস্থা নিন। সম-মনোভাবপন্না দলগুলিকে সঙ্গে নিয়ে একটা বিজেপি বিরোধী জোট গঠন করুন। লোকসভা ও রাজ্যসভায় আমরা অনেক ক্ষেত্রে একমত হই। তাহলে বাইরে হবে না কেন? এখন যখন দেখছে তৃণমূলে এগিয়ে যাচ্ছে তখন আমাদের সমালোচনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পরে তৃণমূল নেত্রী আহ্বান জানিয়েছিলেন, বিজেপি বিরোধী দলগুলিকে তিনি যেন এক ছাতার তলায় আনেন। কংগ্রেসের তরফে সেকরম কোনও উদ্যোগ নিতে দেখা যায়নি। ফলে তার জন্য তৃণমূল অনন্তকাল অপেক্ষা করতে পারে না। এরপরই মমতা সিদ্ধান্ত নিয়েছেন বিভিন্ন রাজ্যে তিনি তাঁর প্রভাব বাড়াবেন। তাই রাজ্যে রাজ্যে যাচ্ছে তৃণমূল। সুখেন্দুশেখরের সঙ্গে আজ সাংবাদিক বৈঠকে ছিলেন সদ্য তৃণমূলে যোগদানকারী সুস্মিতা দেব। তিনি বলেন, ত্রিপুরা, বাংলার মতো রাজ্যে যেখানে কংগ্রেসের কোনও অস্তিত্ব নেই সেখানে কেন তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী দিচ্ছে কংগ্রেস? অন্যদিকে, যেখানে কংগ্রেস শক্তিশালী সেখানে যখন তৃণমূল যাচ্ছে তখন কেন সমালোচনা করা হচ্ছে।