রবিবার উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কার্শিয়াংয়ে দলীয় নেতা ও জেলাশাসকদের সঙ্গে প্রশাসনিক বৈঠক করেন তিনি। সেখানে তিনি উল্লেখ করেন সীমান্ত প্রহরায় বিএসএফের নজরদারির এলাকা বৃদ্ধির প্রসঙ্গটিও। মুখ্যমন্ত্রী বলেন, ‘বিএসএফের বিষয়ে আমি অলরেডি চিঠি লিখেছি। এরা বর্ডারের নাম করে অত্যাচার করবে। আমি ফোর্সকে সম্মান করি, কিন্তু এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিপক্ষে।’ মুখ্যমন্ত্রীর কথা শুনে ডিজি জানিয়েছেন, তিনি ইতিমধ্যেই মিটিং করেছেন সংশ্লিষ্ট মহলে। ডিজি আরও দাবি করেছেন, পুলিশের সাহায্য ছাড়া এখনই কোনও প্রশাসনিক পদক্ষেপ করতে পারবে না বিএসএফ।
প্রসঙ্গত, বিএসএফের নজরদারির আওতায় আরও বেশি এলাকাকে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি চিঠিতে দাবি করেছেন, কেন্দ্রের এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপরে আঘাত হানছে তাই কেন্দ্রের বিজ্ঞপ্তি প্রত্যাহার করতে হবে। দু’সপ্তাহ হয়েছে, বিএসএফের পরিধি বৃদ্ধি নিয়ে কেন্দ্রের এই সিদ্ধান্ত প্রকাশের। এর বিরুদ্ধে সবার আগে প্রতিবাদ জানিয়েছিল পাঞ্জাব। এবার মমতাও উত্তরবঙ্গ সফর থেকে এই নিয়ে অভিযোগ তোলেন রাজনৈতিক ষড়যন্ত্রের। দুই রাজ্যের কড়া প্রতিবাদে এবার কেন্দ্রের ওপরে চাপ বাড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল।