রবিবার, টি ২০ বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে পাকিস্তানের কাছে হেরেছে ভারত। সেই হারের বদলা নেওয়ার জেরেই এবার আক্রান্ত হলেন কাশ্মীরি ছাত্ররা। পঞ্জাবের সঙ্গরুর এলাকার এক ইঞ্জিনিয়ারিং কলেজে ঘটনাটি ঘটেছে বলেই জানা গিয়েছে। এই ঘটনা ঘিরে কলেজ ক্যাম্পাসে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ভাই গুরুদাস ইনস্টিটিউট কলেজ অব ইঞ্জিনিয়ারিং কলেজ অ্যান্ড টেকনোলজিতে শেষমেশ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।
জানা গিয়েছে কলেজ হোস্টেলে নিজেদের ঘরেই আক্রান্ত হন ওই কাশ্মীরি ছাত্ররা। আক্রান্ত হওয়ার মধ্যেই এক ছাত্র ঘটনার সময় ফেসবুক লাইভ করেন। সেখান দেখা গিয়েছে তাদের রড, বাঁশ, লাঠি দিয়ে আক্রমণ করা হয়েছে। আক্রান্ত কাশ্মীরি ছাত্ররা জানিয়েছেন, পাকিস্তান ক্রিকেট ম্যাচ জিতে যাওয়ার পরেই উত্তর প্রদেশ ও বিহারের ছাত্ররা তাদের ঘরে ঢুকে মারধর করে। চিৎকারের আওয়াজ পেয়েই বেশ কিছু পঞ্জাবি ছাত্র সেখানে চলে এসে আক্রান্ত কাশ্মীরি ছাত্রদের উদ্ধার করে। এই আক্রমনের ঘটনায় ৬ জন কাশ্মীরি ছাত্র আহত হয়েছেন।
জম্মু কাশ্মীর স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশনের মুখপাত্র নাসির খেউহামি ফেসবুকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। ফেসবুকে তিনি লিখেছেন “পঞ্জাবের সঙ্গুর এবং মোহালিতে কাশ্মীরি ছাত্রদের যেভাবে লাঞ্ছিত করা হয়েছে সেই ঘটনাকে ধিক্কার জানাই। আক্রান্ত ছাত্ররা আমাকে জানিয়েছেন, ঘটনার সময় শুধুমাত্র স্থানীয়রা এবং পাঞ্জাবি ছাত্ররাই তাদের উদ্ধার করেছে এবং মারধরের হাত থেকে বাঁচিয়েছে। বিহার, উত্তর প্রদেশ এবং হরিয়ানা থেকে আসা ছাত্ররা হোস্টেলের ঘরে ঢুকে পড়ে তাদের মারধর করে এবং তাণ্ডব চালায়’। নিজের ফেসবুক পোস্টে তিনি আক্রান্ত ছাত্রদের ছবিও শেয়ার করে নিয়েছেন।