একুশের ভোটযুদ্ধে বিজেপিকে রুখে দিয়ে রাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল। আর তারপরেই ২০২৪ সালের লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে শুরু হয়েছে অন্যান্য রাজ্যের সংগঠন বিস্তার এবং নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা। এবার যেমন কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন উত্তরপ্রদেশের ২ কংগ্রেস নেতা। সোমবার শিলিগুড়িতে তৃণমূল নেত্রীর উপস্থিতিতে কমলাপতি ত্রিপাঠীর দুই নাতি ললিতপতি ও রাজেশপতি তূণমূলে যোগদান করেছেন।
এদিন মমতা বলেন, ‘বাংলাতে সময় দিয়েও আমরা বাইরে অনেক কাজ করতে পারি।’ উল্লেখ্য, ছটপুজোর পরই উত্তরপ্রদেশ যাচ্ছেন তৃণমূল নেত্রী। যোগীরাজ্যের বারাণসীতে যাবেন তিনি। যা স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্র। বিজেপি শাসিত রাজ্যে যেতে বাধা নিয়েও এদিন সাংবাদিকদের সামনে সরব হন মমতা। তিনি দাবি করেন, ত্রিপুরা-সহ একাধিক বিজেপি শাসিত রাজ্যে যেতে দেওয়া হচ্ছে না। এদিন অন্য রাজ্যের নানা দলগুলির প্রতিও আহ্বান জানান মমতা। বলেন, ‘সারা দেশে ছোট ছোট অনেক দল রয়েছে। তাঁদের সকলকে আমরা সম্মান ও শ্রদ্ধা করি। সেই সমস্ত দলগুলিকে আমরা আহ্বান জানাবো।’