উৎসবের মরশুমেও দেশে কোভিডের সংক্রমণ নিম্নমুখী থাকায় মারণ ভাইরাসের তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা অনেকটাই কম। এরই মধ্যে গত বৃহস্পতিবারই ১০০ কোটি দেশবাসীকে করোনা টিকা দেওয়ার মাইলফলক ছুঁয়েছে ভারত। গত সপ্তাহে আচমকা দেশের কোভিড গ্রাফ ঊর্ধ্বমুখী হয়ে উঠলেও চলতি সপ্তাহের শুরুতে অবশ্য তা সামান্য কমল।
সোমবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৩০৬ জন। এর ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ৪১ লক্ষ ৮৯ হাজার ৭৭৪। অন্যদিকে, আক্রান্তের সংখ্যা কম থাকলেও দৈনিক মৃতের সংখ্যা রয়েছে সাড়ে ৪০০-র কাছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৪৪৩ জনের। এর ফলে ভারতে করোনার বলি হয়েছেন মোট ৪ লক্ষ ৫৪ হাজার ৭১২ জন। আবার, আক্রান্তের সংখ্যা কম হওয়ার জেরে দেশে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তা কমেছে প্রায় পাঁচ হাজার। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ১ লক্ষ ৬৭ হাজার ৬৯৫ জন। যা গত ২৩৯ দিনের মধ্যে সর্বনিম্ন।