রবিবার আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে ভারতের পরাজয়ের পর পাঞ্জাবের একটি কলেজে পড়াশোনা করা কাশ্মীরি শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ ওঠে। সেই অভিযোগের প্রেক্ষিতে এবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ চান্নিকে পদক্ষেপ নেওয়ার আবেদন জানালেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্সের সহ-সভাপতি ওমর আবদুল্লা। এক টুইটবার্তায় তিনি লেখেন, ‘গত রাতে পাঞ্জাবের একটি কলেজে কিছু কাশ্মীরি ছাত্রের বিরুদ্ধে হামলার ঘটনা শুনলাম। এটা খুবই দুঃখজনক। আমি চরণজিৎ চান্নিজির কাছে অনুরোধ করছি যাতে তিনি পাঞ্জাব পুলিশকে নির্দেশ দেন যাতে এই বিষয়টি খতিয়ে দেখা হোক। পাশাপাশি পাঞ্জাবে থাকা বাকি কাশ্মীরি পড়ুয়াদেরও নিরাপত্তা সুনিশ্চিত করা হোক।’
জানা গিয়েছে, পাঞ্জাবের সাংরুরে ভাই গুরু দাস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে বেশ কয়েকজন কাশ্মীরি ছাত্রের ওপর হামলা হয়েছে। হোস্টেলের কক্ষে ঢুকে শিক্ষার্থীদের ওপর রড ও লাঠি দিয়ে হামলা করা হয়। আক্রান্ত এক ছাত্র হামলার লাইভ স্ট্রিমও করেন ফেসবুকে। অন্যদিকে পাকিস্তান ম্যাচ হারের পর সোশ্যাল মিডিয়া মহম্মদ শামিকে ট্রোল করা থেকে শুরু করে বহু কটূক্তি করা হয়। তা নিয়ে ওমর টুইট করে লেখেন, ‘গতরাতে ম্যাচ হেরে যাওয়া দলের ১১ সদস্যের একজন ছিলেন মহম্মদ শামি। সতীর্থের পাশে যদি ভারতীয় ক্রিকেট দল না দাঁড়াতে পারে তাহলে ব্ল্যাক লাইভস ম্যাটারের জন্যে হাঁটু গেড়ে বসা মূল্যহীন।’