ফের তৃণমূলের কর্মসূচীর অনুমতি বাতিলের অভিযোগ উঠল বিজেপি পরিচালিত প্রশাসনের বিরুদ্ধে। ত্রিপুরার পর এবার গোয়া। তৃণমূলের অভিযোগ, পশ্চিম ভারতের ওই রাজ্যের প্রশাসন তৃণমূলের ‘জনতার চার্জশিট প্রকাশ’ কর্মসূচীর অনুমতি দিয়েও বাতিল করেছে। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি টুইটারে দাবি করা হয়েছে। চার দিন আগেই জনতার চার্জশিট কর্মসূচী পালনের জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছিল। সোমবার বিকেলে ওই কর্মসূচীর আয়োজনও করা হয়েছিল। কিন্তু কিন্তু শেষ মুহূর্তে হঠাৎ আইনশৃঙ্খলা পরিস্থিতির অজুহাত খাড়া করে তা বাতিল করা হয়েছে।
এবিষয়ে টুইটারে লেখা হয়েছে, “তৃণমূলের প্রতি মানুষের ভালবাসা দেখে গোয়ার সরকার সম্ভবত বিচলিত হয়ে পড়েছে। প্রসঙ্গত, গত মাসে বিজেপি পরিচালিত ত্রিপুরা সরকারের বিরুদ্ধেও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচীর অনুমতি দিয়ে তা প্রত্যাহারের অভিযোগ উঠেছিল। বৃহস্পতিবার (২৮শে অক্টোবর) গোয়া সফরে যাচ্ছেন মমতা। তার আগে এই অনুমতি বাতিলের ঘটনা নতুন মাত্রা পেয়েছে সে রাজ্যের রাজনীতিতে। বাংলায় একুশের বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর অন্য কয়েকটি রাজ্যেও লড়াইয়ের প্রস্তুতি নিয়েছে তৃণমূল। সেই তালিকার প্রথম দিকে রয়েছে ত্রিপুরা এবং গোয়া। গত মাসে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো। এর পর কংগ্রেস-সহ বিভিন্ন দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন একাধিক রাজনৈতিক এবং অরাজনৈতিক ব্যক্তিত্ব। পুজোর মধ্যে গোয়ায় দফতরও খুলেছে তৃণমূল।