এবার বাংলার সেরা হাসপাতালের স্বীকৃতি পেল এসএসকেএম। হ্যাঁ, রাজ্যের এই সরকারি হাসপাতালকে ‘সেন্টার অফ এক্সেলেন্স’ বা উৎকর্ষ কেন্দ্র হিসেবে ঘোষণা করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
শনিবার এসএসকেএমকে উৎকর্ষ কেন্দ্র হিসেবে ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করে নবান্ন জানায়, রাজ্যের মধ্যে একমাত্র এসএসকেএমকেই এই বিশেষ স্বীকৃতি দেওয়া হয়েছে। চিকিৎসা পরিষেবার বিভিন্ন দিকের সুযোগসুবিধা নিয়ে আগেই রাজ্যের হাসপাতালগুলির মধ্যে প্রথম সারিতেই ছিল, এখন থেকে বিশেষ মর্যাদাও জুড়ে গেল এসএসকেএমের মুকুটে।
স্বাস্থ্য দফতর জানাচ্ছে, এই বিশেষ মর্যাদা দেওয়ায় এবার থেকে চিকিৎসা বিজ্ঞানের যে কোনও শাখায় মৌলিক গবেষণার সুযোগ থাকবে। সরকারি দফতর থেকে সাহায্য ও আর্থিক অনুদানও মিলবে। আধুনিক ও উন্নতমানের গবেষণার জন্য উপযুক্ত পরিকাঠামোর ব্যবস্থা করা হবে, সেই সঙ্গে চিকিৎসার যাবতীয় উন্নতমানের সরঞ্জামের সুবিধাও পাওয়া যাবে।
প্রসঙ্গত, এসএসকেএম হাসপাতালে মোট ৩৮টি বিভাগ রয়েছে। তাছাড়া আটটি অ্যানেক্স বিভাগ আছে। খুব তাড়াতাড়ি চালু হবে ‘ইনস্টিটিউট অব পেরিনেটোলজি’ বিভাগ। এর সঙ্গেই গর্ভধারণে ইচ্ছুক মহিলাদের স্ক্রিনিং ও চিকিৎসা সংক্রান্ত বহির্বিভাগটিও চালু হবে। সেই কাজও শুরু হয়েছে।