দিনহাটা উপনির্বাচনের প্রচারে গিয়ে বিজেপিকে কার্যত তুলোধনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গেরুয়া শিবিরকে করোনা ভাইরাস, শ্যামাপোকার সঙ্গে তুলনা করলেন অভিষেক। একইসঙ্গে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপির ‘ভ্যাকসিন’ বলেও উল্লেখ করেন তিনি।
অভিষেকের কথায়, ‘করোনা একটা ভাইরাস। বিজেপিও একটা ভাইরাস। করোনার ভ্যাকসিন কোভিশিল্ড আর বিজেপির ভ্যাকসিন মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারকে ভাইরাসমুক্ত করুন’। তিনি আরও বলেন, ‘বিজেপি হল শ্যামাপোকা। শুধু ভোটের আগে আসে। এর আগে তো কত প্রতিশ্রুতি দিয়েছিল, নারায়ণী সেনা গড়বে, কিছু কি পালন করেছে? এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির পার্থক্য’।
অভিষেকের দাবি, ‘মমতা বন্দ্যোপাধ্যায় দল দেখে না। আপনারা দেখুন তো, কোন সিপিএম-কংগ্রেস-বিজেপি কর্মী-সমর্থক সরকারি পরিষেবা পায় না? একজনকে দেখিয়ে দিন, আমাদের দলের কর্মীরা বাড়ি গিয়ে পরিষেবা দিয়ে আসবে’। অভিষেকের সংযোজন, ‘শীত, গ্রীষ্ম, বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায়ই ভরসা। এই চারটি উপনির্বাচনের দিকে গোটা দেশ তাকিয়ে আছে। আগামী ৩ তারিখ তৃণমূল ৪-০ ব্যবধানে জিতবে। কিন্তু রেকর্ড ভোটে জেতাতে হবে তৃণমূলকে’।
গত বিধানসভা নির্বাচনে দিনহাটায় জিতেছিল বিজেপি। গেরুয়া শিবিরের প্রার্থী নিশীথ প্রামাণিক সামান্য ব্যবধানে হারিয়েছিলেন তৃণমূলের উদয়ন গুহকে। কিন্তু ভোটের ফল প্রকাশের পর নিজের সাংসদ পদ বজায় রাখার জন্য ইস্তফা দেন বিধায়ক পদে। সেই কারণেই ভোট হচ্ছে দিনহাটায়। এদিন সেই প্রসঙ্গ তুলে অভিষেক বলেন, ”চুরি করে ষাট ভোটে জিতে যে বড়বড় কথা বলেছিল, তাঁর টিকি খুঁজে পাওয়া যাচ্ছে না।