দেশজুড়ে দুর্ভোগে আমজনতি। প্রতিদিনই ডিজেল, পেট্রোলের দাম বেড়ে যাচ্ছে। রাজ্যের পাঁচটি জেলায় পেট্রোল আজ সেঞ্চুরি করেছে। এই পরিস্থিতিতে আজ উত্তরবঙ্গ সফরে এসে মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ বানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “ওরা দাম বাড়িয়ে যাচ্ছে। কারও কোনও ভ্রুক্ষেপ নেই। যে হারে দাম বাড়ছে তাতে এবার ঘুঁটে কয়লা দিয়েই রান্না করতে হবে আগামী দিনে। তার জন্য প্রস্তুত থাকুন।” রবিবার শিলিগুড়িতে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাভাবিক ছন্দেই ফের একবার তীব্র আক্রমণ শানান কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে। তিনি বলেন, “ওরা রোজ মিথ্যে বলে যাচ্ছে হিংসা হিংসা। বিজেপি ঘা ঘা করে করে বেড়াচ্ছে দেশজুড়ে। কোথায় হয়েছে উত্তরবঙ্গে হিংসা?” একইসঙ্গে একতার কথাও বলেন তিনি এই বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকেই। তিনি বলেন, “আমরা সবাই এক।সবাই এক হয়ে থাকলে শক্তি আসে।”
রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় আসার পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে আজ শিলিগুড়িতে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পাঁচদিনের সফরে তিনি খতিয়ে দেখবেন পাহাড়ের পরিস্থিতি। মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর ঘিরে পাহাড়জুড়ে আঁটোসাঁটো নিরাপত্তা বলয় ছিল সকাল থেকেই। এদিন বাগডোগরা বিমানবন্দরে নেমে শিলিগুড়িতে কমিশনার মাঠে বিজয়া সম্মিলনীতে যোগ দেন মুখ্যমন্ত্রী। বেশ কয়েকটি পুজো কমিটিকে শারদ সম্মান দেন তিনি। কাল উত্তরকন্যায় জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। মঙ্গল ও বুধবার থাকবেন কার্শিয়ঙে। সেখানে কালিম্পং ও দার্জিলিং জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করবেন। বৃহস্পতিবার ২৮শে অক্টোবর প্রশাসনিক সফর সেরে বাগডোগরায় ফিরবেন তিনি। এরপর সেখান থেকেই গোয়ায় উড়ে যাবেন।