ত্রিপুরায় সদ্য বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। এছাড়া আগে একাধিকবার তৃণমূল কংগ্রেসের নেতা-নেত্রীদের উপর আক্রমণ করা হয়েছে। এবার তা নিয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন দলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। আক্রমণ করে তৃণমূল কংগ্রেসকে দমানো যাবে না বলে বিজেপিকে হুঁশিয়ারি দিলেন তিনি।
রবিবার কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে সৌগত রায় বলেন, “ওরা ভাবছে আক্রমণ করে আমাদের দমিয়ে দেবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে আক্রান্ত হয়েছে। সুস্মিতা দেব আক্রান্ত হয়েছে। তার আগে দোলা সেন আক্রান্ত হয়েছে। এছাড়া আরও যাঁরা গিয়েছিল তারা সবাই আক্রান্ত হয়েছে। এইসব করে বিজেপি তৃণমূল কংগ্রেসকে দমিয়ে রাখতে পারবে না। আমরা ত্রিপুরা এগোবো শেষ পর্যন্ত ক্ষমতা দখল করে ছাড়ব।”
উল্লেখ্য, শনিবার গোসাবায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেছিলেন, “তিন মাস পর গোয়ায় নির্বাচন। বিজেপিকে হারিয়ে সেখানে সরকার গঠন করব। ত্রিপুরাতে দেড় বছর বাদে নির্বাচন, সেখানেও সরকার গড়ব।” আর আজ একই কথা শোনা গেল সৌগত রায়ের গলায়। অর্থাৎ ত্রিপুরায় রণনীতি সাজিয়ে ফেলেছে তৃণমূল কংগ্রেস বলে মনে করা হচ্ছে।