এবার বাংলার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মুকুটে জুড়ল নয়া পালক। বিশ্বের সেরা বিজ্ঞানীদের ২ শতাংশের মধ্যে জায়গা পেলেন যাদবপুরের ২৯ জন শিক্ষক। বিভিন্ন বিষয়ে যাবতীয় গবেষণার ওপর ভিত্তি করে এই তালিকা প্রকাশ করে আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়। গত ১৯ অক্টোবর তাদের প্রকাশিত তালিকা থেকেই এই তথ্য জানা গিয়েছে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার কথায়, বিজ্ঞানীদের তালিকায় জায়গা করে নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ২৯ জন বিজ্ঞানী। যা ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলোর তুলনায় সবচেয়ে বেশি। দেশের মধ্যে যাদবপুরের পরেই আছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের ২৪ জন বিজ্ঞানী স্থান পেয়েছেন তালিকায়। তৃতীয় ও চতুর্থ স্থানে আছে যথাক্রমে হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয় (২২) ও দিল্লী বিশ্ববিদ্যালয় (১৮)। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ৪ জন বিজ্ঞানী এই তালিকায় আছেন। সব মিলিয়ে সারা দেশে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং ইনস্টিটিউটের ২০৪৯ জন এই তালিকায় স্থান পেয়েছেন।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সুরঞ্জন দাস জানান, ‘এটা দেশ এবং বাংলার জন্য বিশেষভাবে গর্বের বিষয় যে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষককে মর্যাদাপূর্ণ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘গত দুই বছর ধরে বিশ্ববিদ্যালয়ের এই দুর্দান্ত কৃতিত্ব বোঝায় যে বিশ্ববিদ্যালয় ধারাবাহিকভাবে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করছে। ইউজিসিকে অবশ্যই সাম্প্রতিককালে প্রকাশিত প্রতিষ্ঠানের সেরার তালিকা পুনর্বিবেচনা করতে হবে।’