মঙ্গলবারের মধ্যে ভারত থেকেই বিদায় নেবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। আগামী ২৪ ঘণ্টায় বাংলা থেকে পুরোপুরি বিদায় নেবে বর্ষা। শুষ্ক আবহাওয়ার শুরু। মঙ্গলবারের মধ্যে ভারত থেকেই বিদায় নেবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। উত্তরবঙ্গে আরও ২৪ ঘণ্টা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ভারী বৃষ্টির কোনও সর্তকতা নেই রাজ্যে। দার্জিলিং এবং কালিম্পং-এ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণের দিকের জেলায় বৃষ্টির সম্ভাবনা কম। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, নিম্নচাপ পুরোপুরি কাটার সঙ্গে সঙ্গেই বাতাসে মিলেছে হেমন্তের আমেজ। আর তার জেরেই সপ্তাহান্ত থেকেই রাজ্যে শুরু প্রাক-শীত পর্ব।
রবিবার থেকে রাতের তাপমাত্রা কমতে থাকবে। দক্ষিণবঙ্গে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত রাতের তাপমাত্রা কমতে পারে। শীতের আমেজ ভোরের দিকে। রৌদ্রকরোজ্জ্বল আবহাওয়া দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি বাড়তে পারে।