গত ২০ অক্টোবর থেকে গোয়ায় শুরু হয়েছে ৫২তম ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। যা চলবে ২৮ অক্টোবর পর্যন্ত। এবার সেই চলচ্চিত্র উৎসবের মঞ্চেই সত্যজিৎ রায়ের নামাঙ্কিত লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে ভূষিত করা হবে কিংবদন্তী দুই পরিচালক ইস্তভান জাবো এবং মার্টিন স্করসেসকে। এই খবর জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর।
প্রসঙ্গত, ইস্তভান জাবো হলেন বিশ্বখ্যাত হাঙ্গেরিয়ান চিত্র পরিচালক। ১৯৮১ সালে মুক্তিপ্রাপ্ত ‘মেফিস্টো’, ১৯৬৬ সালে মুক্তি পাওয়া ‘ফাদার’ ছবির জন্য তাঁর বিশ্বজোড়া খ্যাতি। অন্যদিকে স্করসেস হলিউডের সেই হাতে গোনা পরিচালকের মধ্যে পড়েন যাঁর ছবি দেখতে হামলে পড়ে গোটা বিশ্ব। তাঁর ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘শাটার আইল্যান্ড’-এর মতো ছবিগুলি আজও বহুল চর্চিত।