মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন। জানা গিয়েছে লালবাগ এলাকায় নির্মীয়মাণ ওই ৬০ তলা অভিজাত আবাসনের নাম অবিঘ্ন টাওয়ার। ইতিমধ্যেই বহুতলের ১৭ থেকে ২৫ তলা পর্যন্ত ছড়িয়েছে আগুন। বহুতলের ১৯ তলায় প্রথমে আগুন লাগে। এরপরেই দেখা যায় রেলিং ধরে প্রাণপণে বাঁচার চেষ্টা করছেন এক ব্যক্তি।
যদিও বেশ কিছু ক্ষণ ঝুলে থাকার পর হঠাৎই হাত ফস্কে ১৭ তলা তলা থেকে মাটিতে আছড়ে পড়েন তিনি।শুক্রবার দুপুরে এমনই ভয়াবহ দৃশ্যের সাক্ষী থাকল মুম্বই-সহ গোটা দেশ। ইতিমধ্যেই ঘটনাস্থলে দমকলের ১২টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।