মেঘ ভাঙা বৃষ্টির জেরে রীতিমতো বিধ্বস্ত উত্তরাখণ্ড। বিপদসীমার ওপর দিয়ে বইছে রাজ্যের বিভিন্ন নদী। ফলে তৈরি হয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতি। গোদের ওপর বিষফোঁড়ার মত সামিল পাহাড়ি ধসও। বৃষ্টির তেজ কিছুটা কমলেও বন্যা ও ধসের জেরে উত্তরাখণ্ডে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৫। এখনও ১১ জন নিখোঁজ। আহত হয়েছেন ১৯ জন। উদ্ধারকাজ চলছে জেলায় জেলায়।
এদিকে, রাজ্যের বহু জায়গায় রাস্তাঘাট বিপর্যস্ত, ফলে প্রত্যন্ত অঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন। মোবাইল বা ইন্টারনেট পরিষেবাও বন্ধ বহু জায়গায়। কারেন্ট নেই, জল নেই, খাবার নেই বহু জায়গায়। গতকাল থেকে বৃষ্টি খানিকটা কমলেও এখনও আবহাওয়া পুরোপুরি স্বস্তিদায়ক নয়।
অন্যদিকে, কেরালাতেও বাড়ছে বিপর্যয়, সে রাজ্যে মৃতের সংখ্যা অন্ততপক্ষে ৪২। বহু বাড়িঘর জলের নীচে তলিয়ে গেছে। অনেক জায়গায় ভূমিধসে বাড়িঘর ভেঙে গেছে। ইদুক্কি ও কত্তায়াম জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ দুই জেলায় ভূমিধস হয়েছে সবচেয়ে বেশি। তিরুঅনন্তপুরম, কোট্টায়াম কোল্লাম, আলাপুজা, এর্নাকুলাম-সহ কয়েকটি জেলায় নতুন করে কমলা ও হলুদ সতর্কতা জারি হয়েছে।