মেঘ ভাঙা বৃষ্টির জেরে রীতিমতো বিধ্বস্ত উত্তরাখণ্ড। বিপদসীমার ওপর দিয়ে বইছে রাজ্যের বিভিন্ন নদী। ফলে তৈরি হয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতি। গোদের ওপর বিষফোঁড়ার মত সামিল পাহাড়ি ধসও। বৃষ্টির তেজ কিছুটা কমলেও বন্যা ও ধসের বলি বহু মানুষ। এবার সে রাজ্যে ভয়াবহ ধস আর প্রবল বৃষ্টিতে প্রাণ হারালেন বাংলার পাঁচ বাসিন্দা। নয় জনের একটি দল ট্রেকিংয়ের জন্য উত্তরাখণ্ডে গিয়েছিলেন। তাঁদের মধ্যে পাঁচজনের দেহ উদ্ধার হয়েছে। এখনও চারজন নিখোঁজ বলে জানা গিয়েছে উত্তরাখণ্ড প্রশাসন সূত্র। যদিও মৃতদের দেহ এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। এখনও পর্যন্ত আরও ১৫০ জন আটকে রয়েছেন বলেও খবর।
জানা গিয়েছে, ১৪ অক্টোবর উত্তরাখণ্ডের হরশিল থেকে হিমাচলের ছিটকুলের উদ্দেশে রওনা দিয়েছিল ট্রেকারদের একটি দল। পর্যটকদের মধ্যে ছিলেন সাতজন বাঙালি। মিঠুন দারি (৩১), তন্ময় তিওয়ারি (৩০), বিকাশ মাকাল (৩৩), সৌরভ ঘোষ (৩৪), এস দাস (২৮), রিচার্ড মণ্ডল (৩০) এবং সুখেন মাঝি (৪৩)। অনিতা রাওয়াত (৩৮) নামে একজন দিল্লী নিবাসী মহিলাও ছিলেন পর্যটকদের ওই দলে। ১৭ অক্টোবর আবহাওয়া খারাপ হওয়ার পর থেকে আর তাঁদের সঙ্গে যোগাযোগ করে উঠতে পারেননি পরিজনেরা। উত্তরাখণ্ড বিপর্যয় মোকাবিলা দলের তরফে জানানো হয়েছে, পাঁচজনের দেহ উদ্ধার হয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকেই শনাক্ত করা সম্ভব হয়নি।