মাত্র আর কয়েকদিন। আগামী ৩০শে অক্টোবর গোসাবা, খড়দহ, দিনহাটা ও শান্তিপুরে উপনির্বাচন রয়েছে। সেখানে মোট ৯২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কেন লাগবে, তা এখনও জানানো হয়নি। এবার হঠাৎ অতিরিক্ত ১২ কোম্পানি বাহিনী মোতায়েনের কথা জানিয়েছে নির্বাচন কমিশন। সম্প্রতি বিজেপি নেতারা নির্বাচন আধিকারিকের অফিসে গিয়েছিলেন। তারপরই এই ১২ কোম্পানি বেড়ে গেল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
নির্বাচন কমিশন সূত্র অনুযায়ী, দিনহাটায় থাকবে ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, শান্তিপুরে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, খড়দহে ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং গোসাবায় ২৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। বিএসএফের পাশাপাশি সিআরপিএফ, সিআইএসএফ, এসএসবি, আইটিবিপির জওয়ানরাও থাকবেন। সম্প্রতি দুই কেন্দ্রের পূর্ণাঙ্গ নির্বাচন এবং ভবানীপুর উপনির্বাচনের জন্য মোট ৭২ কোম্পানি বাহিনী মোতায়েন করেছিল নির্বাচন কমিশন। এবার সেখানে একটিমাত্র কেন্দ্র বেড়েছে। তার জন্য এত বাহিনী কেন? উঠেছে প্রশ্ন।