আগামী শনিবার থেকেই শুরু হয়ে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বের খেলা। তার আগে কাদের হাতে বিশ্বকাপ উঠতে পারে, তা জানিয়ে দিলেন ধারাভাষ্যকার তথা প্রাক্তন ক্যারিবিয়ান ক্রিকেটার ইয়ান বিশপ। তাঁর মতে, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ, এই পাঁচ দলের মধ্যে যে কোনও দল চ্যাম্পিয়ন হতে পারে।
বিশপ বলেন, “ইংল্যান্ডের ব্যাটাররা আক্রমণাত্মক ব্যাটিং করে। ভারতীয় দলে বেশ কিছু তারকা ক্রিকেটার রয়েছে। নিউজিল্যান্ড এখন দারুণ ব্যাট করছে। ওদের বোলিংও বেশ ভাল। পাকিস্তানের বোলিংও বেশ শক্তিশালী।” বিশপ পিছিয়ে রাখছেন না নিজের দেশ ও গতবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকেও। তিনি বলেন, “ওয়েস্ট ইন্ডিজ দলে বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার রয়েছে। আশা করব ওরাও ভাল খেলবে। ফাইনালে আমরা ক্রিস গেল, ডোয়েন ব্র্যাভোকে দেখতে চাই।”