ট্রেনিং চলাকালীন হঠাৎই ভেঙে পড়ল ভারতীয় বিমান বাহিনীর একটি প্লেন। যদিও পাইলটকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে খবর। এদিন সকালে মধ্যপ্রদেশের ভিন্দ জেলায় একটি সামরিক বিমান ভেঙে পড়ে। সরকারিভাবে টুইট করে এও খবর জানানো হয়েছে। বলা হয়েছে, প্রশিক্ষণের সময় একটি মিরাগ ২০০০ বিমানে প্রযুক্তিগত ত্রুটি লক্ষ্য করা হয়। বিমানে থাকা পাইলটকে নিরাপদভাবে বের করে আনা হয়েছে। এই দুর্ঘটনার পূর্ণ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে এই বিমানটি গোয়ালিয়ারের মহারাজপুরা এয়ারবেস থেকে ওড়ে। বিমানটি ভেঙে পড়ার মুহূর্তে তাতে আগুন লেগে যায়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছান বিমান বাহিনীর কর্মকর্তা ও স্থানীয় পুলিশ। ভিন্দ জেলার এসপি মনোজ কুমার সিং সংবাদসংস্থাকে জানান, জেলার মানখাবাদ গ্রামে বিমানটি ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে বিমানে আগুন লেগে যায়। তবে পাইলটকে নিরাপদভাবেই বিমান থেকে উদ্ধার করা হয়।