টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখন্ড। তছনছ হয়ে গিয়েছে নৈনিতাল। বাংলায় শিলিগুড়ি-কালিম্পংয়ের অবস্থাও তথৈবচ। একাধিক জায়গায় ধস নেমে বিচ্ছিন্ন সড়ক পথ। হোটেলেই আটকে পড়েছেন পর্যটকরা। এই পরিস্থিতিতে প্রকৃতির এই রুদ্র রূপের জন্য ভগবানকে দাতী করলেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘ভগবান রুষ্ট হয়েছেন বলেই অক্টোবর মাসে এই প্রাকৃতিক বিপর্যয় ‘।
এই বিপর্যয়ের হাত থেকে বাঁচতে কিছু টোটকাও দিয়েছেন বিজেপি নেতা। তাঁর অনুরোধ, সকলে যেন প্রতিসন্ধ্যায় তিনবার অন্তত শাঁখ বাজান, উলুধ্বনি দেন । বাড়িতে কাঁসর ঘণ্টা থাকলে, সেটাও বাজাতে বলেন তিনি । তিনি দাবি করেন, তিনি যখন অভিনয় করতেন, তখন উত্তরবঙ্গের লাভা, লোলেগাঁও, দার্জিলিং, কালিম্পং তাঁর খুব প্রিয় ছিল। বছরের জুলাই-আগস্ট মাসেই এখানে ধস হত। তিনি কখনও দেখেননি অক্টোবর মাসে এরকম প্রাকৃতিক দুর্যোগ । তাই তিনি সমস্ত বাঙালির কাছে অনুরোধ করেন, প্রতিদিন বাঙালি উপাচার নিয়ম করে পালন করতে। অন্যথায় ভগবান রুষ্ট হচ্ছেন। আর তাই এভাবে প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে৷
উল্লেখ্য, কয়েকদিনের টানা বৃষ্টির জেরে উত্তরবঙ্গের অবস্থা অত্যন্ত খারাপ। ধস নেমেছে বিভিন্ন রাস্তায়। ফলে বিভিন্ন এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। একের পর এক রাস্তায় ধস, সেতুতে ফাটলের জেরে চরম ভোগান্তির শিকার পর্যটকেরা। গাড়িতে বসেই সময় কাটাতে হয়েছে তাঁদের। কেউ কেউ পৌঁছতে পারেননি হোটেলেও। আবার কেউ কেউ বাধ্য হয়ে হেঁটে শিলিগুড়ি পৌঁছেছেন। বহু মানুষ আটকে রয়েছেন হোটেলে।
যদিও বুধবার রাত থেকে সামান্য হলেও উন্নতি হয়েছে আবহাওয়ার। তবে এখনই বৃষ্টি থেকে রেহাই নেই উত্তরবঙ্গবাসীর। দিনভর উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। উপকূলের জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।