মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই দাবি করে থাকেন, ‘এগিয়ে বাংলা’। এই দাবি যে আদৌ ভ্রান্ত নয়, একাধিকবার মিলেছে তার প্রমাণ। এবার করোনার টিকাকরণেও এগিয়ে মমতার রাজ্য। দেশে তৃতীয় স্থানে রয়েছে বাংলা। জানা গিয়েছে, টিকাকরণের দিক থেকে জেলাগুলির মধ্যে এগিয়ে রয়েছে কলকাতা। তার পরই উত্তর ২৪ পরগনায় তৃতীয় স্থানে রয়েছে হুগলি। প্রশাসনিক সূত্রে খবর, কালিম্পং, দার্জিলিং এবং বীরভূমেও টিকাকরণে ভাল সাড়া মিলছে।
উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি দেশে প্রথম টিকাকরণ শুরু হয়। দ্রুত টিকাকরণের লক্ষ্য নিয়ে এগোতে শুরু করে কেন্দ্র। কিন্তু যে পরিমাণ চাহিদা বাড়তে থাকে সেই পরিমাণ উৎপাদন না হওয়ার কারণে বিভিন্ন রাজ্য থেকে টিকা না পাওয়ার অভিযোগ উঠতে শুরু করে। তার মধ্যে ছিল বাংলাও। পর্যাপ্ত টিকা না পাওয়ার অভিযোগ তুলে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপরেও বাকি রাজ্যগুলিকে পিছনে ফেলে টিকাকরণে তৃতীয় স্থানে উঠে আসাটা বড় কৃতিত্ব বলেই মনে করছে রাজ্য সরকার।