মাঝে একদিনের বিরতি। তারপর আবারও চড়ল জ্বালানির মূল্য। পেট্রোলের সঙ্গে পাল্লা দিয়ে ঊর্ধ্বমুখী ডিজেলের দামও। মঙ্গলবার রাত ১২টার পর থেকে কলকাতায় এক লিটার ডিজেলের দাম ছাড়াল ৯৮ টাকার গণ্ডি।
দেশের বিভিন্ন প্রান্তে এদিন লিটার প্রতি পেট্রোল ও ডিজেলের মূল্য বাড়ল অন্তত ৩৫ পয়সা করে। যেভাবে প্রায় প্রতিদিনই জ্বালানির দাম বাড়ছে, তাতে নাভিশ্বাস মধ্যবিত্তের। কলকাতায় আজ এক লিটার পেট্রলের দাম ৩৪ পয়সা বেড়ে হল ১০৬.৭৭ টাকা। এদিকে ডিজেলের মূল্য পৌঁছে গেল ৯৮.০৩ টাকায়। এই হারে মূল্যবৃদ্ধি ঘটলে তিলোত্তমায় ডিজেলের দাম সেঞ্চুরি হাঁকানো কেবলই সময়ের অপেক্ষা।
প্রত্যাশিতভাবেই রাজধানী দিল্লী, মুম্বই এবং চেন্নাইতেও ঊর্ধ্বমুখী জ্বালানির দাম। আজ দিল্লীতে এক লিটার পেট্রলের দাম ৩৫ পয়সা বেড়ে হল ১০৬.১৯ টাকা। এক লিটার ডিজেল কিনতে খরচ ৯৪.৯২ টাকা। এদিকে আজ মুম্বইয়ে প্রতি লিটার পেট্রল ও ডিজেলের দাম যথাক্রমে ১১২.১১ টাকা এবং ১০২.৮৯ টাকা। চেন্নাইয়ে লিটারপিছু পেট্রল মূল্য ১০৩.৩১ টাকায় পৌঁছে গেল। এক লিটার ডিজেল মিলছে ৯৯.২৬ টাকার বিনিময়ে।