যোগীর পুলিশের হেফাজতে থাকাকালীন এক ব্যক্তির মৃত্যু হয়েছে আগ্রায়। বুধবার দুপুরে সেই মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর। কিন্তু ফের মাঝপথেই আটকে দেওয়া হয় তাঁর গাড়ি। লখনউ–আগ্রা এক্সপ্রেসওয়ের ওপর প্রথম টোল প্লাজার কাছে কংগ্রেস নেত্রীর গাড়ি আটকে দেয় উত্তরপ্রদেশ পুলিশ।
প্রসঙ্গত, পুলিশি হেফাজতে মৃত অরুণ বাল্মিকীর বিরুদ্ধে ২৫ লাখ টাকা চুরির অভিযোগ ছিল। পুলিশে হেফাজতে থাকাকালীন অভিযুক্তের মৃত্যু নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রিয়াঙ্কা গান্ধীকে মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে বাধা দেওয়াকে কেন্দ্র করে সরব হচ্ছে কংগ্রেস। চলতি মাসের শুরুতে লখিমপুরের ঘটনায় মৃত কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় বাধা পেয়েছিলেন প্রিয়াঙ্কা। সেই প্রসঙ্গকে আজ আরও একবার হাতিয়ার করছে কংগ্রেস।
এদিন মাঝপথে বাধা পাওয়ার পর টুইট করেছেন প্রিয়াঙ্কা প্রশ্ন তুলেছেন, ‘কীসের থেকে এত ভয় পাচ্ছে উত্তর প্রদেশ সরকার?’ তিনি আরও লেখেন, ‘পুলিশি হেফাজতে অরুণ বাল্মিকীর মৃত্যু হয়েছে। তার পরিবার ন্যায় বিচার চাইছে। আর তার পরিবারের সঙ্গে দেখা করতে চাই। কীসের এত ভয় উত্তরপ্রদেশ সরকারের? কেন আমাকে আটকানো হচ্ছে?’ যখন প্রিয়াঙ্কাকে বাধা দেওয়া হয়, তখন উত্তর প্রদেশ পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন কংগ্রেস নেত্রী। পুলিশের বাধা অতিক্রম করে তিনি এগোনোর চেষ্টা করেন। রাস্তার আশেপাশে ভিড়ও জমে যায় কিছুটা।
আর এরই মধ্যে এক ভিডিয়োতে কংগ্রেস নেত্রীকে বিরক্ত গলায় বলতে শোনা যায়, যেখানেই আমি যাব সেখানেই আমাকে অনুমতি নিতে হবে… আর তার জবাবে এক পুলিশ কর্মীকে বলতে শোনা যায়, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই এই সিদ্ধান্ত। পুলিশ কর্মীর জবাব শুনে আরও বিরক্ত হয়ে যান প্রিয়াঙ্কা। পাল্টা বলেন, ‘সমস্যা কোথায়? একজন মারা গিয়েছে। এখানে আইন-শৃঙ্খলা পরিস্থিতির সমস্যা হওয়ার কী রয়েছে? বলুন আমাকে।’