কাল ও আজ, এ বছর দু’দিন ধরে কোজাগরী লক্ষ্মীপুজো৷ বাংলার ঘরে ঘরে ধনদেবীর আরাধনার প্রস্তুতি৷ সাধারণ গৃহস্থ থেকে সেলিব্রিটি, সবার ঘরেই সাড়ম্বরে লক্ষ্মী বন্দনা। দিনে নয়, রীতি অনুযায়ী মা লক্ষ্মী পুজো নেন রাতে৷ কোজাগরী পূর্ণিমার চাঁদ আকাশে উঠার পর পুজো শুরু বাংলার ঘরে ঘরে।
কোজাগরী শব্দটির উৎপত্তি ‘কো জাগতী’ থেকে। যার অর্থ ‘কে জেগে আছো?’ পূরাণে কথিত, কোজাগরী লক্ষ্মী পুজোর দিন মা মর্ত্যে আসেন। সকলের বাড়ি বাড়ি গিয়ে আশীর্বাদ দেন। কিন্তু যে বাড়ির দরজা বন্ধ থাকে, সেই বাড়িতে ধন-দৌলতের দেবী প্রবেশ করেন না। মুখ ফিরিয়ে চলে যান। সেজন্য নাকি রাত জেগে মা লক্ষ্মীর পুজো হয়।
মঙ্গলবার নাগাড়ে বৃষ্টির দরুন অনেকেই বাজারমুখী হতে পারেননি। তাই বুধবার সকাল থেকেই তাঁরা ভিড় জমিয়েছেন বাজারে। ছাতা হাতেই চলছে ফল-মিষ্টির কেনাকাটা। যেহেতু লক্ষ্মীদেবীর ভোগে অনেকেই মাছ রাখেন, তাই মাছের বাজারেও চলছে আনাগোনা। দশকর্মা ভান্ডারেও উপচে পড়ছে ভিড়।
সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই বাড়ির পুজোর ছবি আপলোড করতে শুরু করেছেন নেটিজেনরা। বাদ পড়েননি সেলেবরাও। আলপনা ও আম্রপল্লবে ঘট সাজিয়ে তোলা হয়েছে ইতিমধ্যেই। প্রদীপের আলোয় সাজিয়ে তোলা হয়েছে দেবীর আসন। এই বছর কোজাগরী লক্ষ্মী পুজো দু’দিনের। ১৯ অক্টোবর সন্ধ্যা ৭.০৩ মিনিট থেকে শুরু হবে এবং ২০ অক্টোবর রাত ৮.২৬ মিনিটে শেষ হবে।