আসন্ন আইএসএলের আগে ভাস্কো স্পোর্টস ক্লাব, সালগাওকর এফসি-র বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার পর এবার আই লিগ চ্যাম্পিয়ন গোকুলাম কেরল এফসি-র বিরুদ্ধে তৃতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল। বুধবার দুপুরে গোয়ার ডন বস্কোর মাঠে প্রস্তুতি ম্যাচ খেলবেন অরিন্দম ভট্টাচার্য, শুভ ঘোষরা। ইস্টবেঙ্গলের পক্ষ থেকে মঙ্গলবার টুইট করে জানানো হয় এই খবর। শুধু আই লিগ চ্যাম্পিয়ন গোকুলাম নয়, আইএসএল চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধেও প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে লাল-হলুদ শিবিরের।
প্রসঙ্গত, গোকুলামের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে পারায় খুশি ইস্টবেঙ্গল ডিফেন্ডার টমিস্লাভ মার্সেলা। তিনি বলেন, ”ওরা গতবার আই লিগ জিতেছে তাই আশা করি দারুণ প্রতিদ্বন্দ্বীতা হবে। আমরা ধীরে ধীরে উন্নতি করছি। প্রথম প্রস্তুতি ম্যাচের থেকে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে দল ভাল খেলেছে। আশা করব, প্রতিদইন আমরা এ ভাবেই উন্নতি করতে পারব।” গত বারের ব্যর্থতা ভুলে এবারের আইএসএল-এ যত বেশি সম্ভব ম্যাচ জিততে চায় তারা। কোচ ম্যানেলো দিয়াস বলেন, “গত বার নিয়ে আর ভাবতে চাই না। আমাদের লক্ষ্য ভাল ফুটবল খেলে যত বেশি সম্ভব ম্যাচ জেতা।” আগামী ২১শে নভেম্বর জামশেদপুর এফসি-র বিরুদ্ধে আইএসএলের প্রথম ম্যাচ খেলতে নামবে ইস্টবেঙ্গল।