দাউদাউ আগুনে জ্বলে উঠল সুরাটের প্যাকেজিং কারখানা। সোমবার ভোরে কারখানার কাজ চলাকালীনই অগ্নিকাণ্ডের ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে বলে খবর। তবে দমকলের তৎপরতায় শতাধিক কর্মীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। পুড়ে ছাই গোটা কারখানা। একটি ভিডিওতে দেখা গিয়েছে, অগ্নিদগ্ধ কারখানার ভিতর থেকে ভেসে আসছে মানুষজনের প্রাণে বাঁচার আর্তি। সোমবার ভোরে সুরাটের কাদোদরা এলাকায় অগ্নিকাণ্ডের জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
খবর পেয়ে দমকলের উপস্থিত হয়। পরিস্থিতি ভয়াবহ বুঝে প্রাণের ঝুঁকি নিয়ে আগুন নেভানোর পাশাপাশি কারখানার ভিতর থেকে কর্মীদের নিরাপদে উদ্ধার করে আনার কাজ শুরু করেন দমকলকর্মীরা। ততক্ষণে শ্রমিকরা বদ্ধ ঘর থেকে বেরিয়ে কারখানার ছাদে উঠে গিয়েছে প্রাণে বাঁচতে। কিন্তু আগুনের লেলিহান শিখা বহুতল ফ্যাক্টরি ছাদেও ছড়িয়ে পড়েছে।
দমকল কর্মীদের দেখেই সকলে হাত বাড়িয়ে অভিশপ্ত বাড়িটি থেকে বেরতে চাইছেন। শেষমেশ একে একে ১২৫ জনকে বাইরে বের করে আনা হয়। তবে ২ জনকে আর প্রাণে বাঁচানো সম্ভব হয়নি। আগুনে ঝলসে তাঁদের মৃত্যু হয়েছে।
এমনই জানিয়েছেন বরেলির ডেপুটি পুলিশ সুপার রূপল সোলাঙ্কি। পুলিশ সূত্রে আরও খবর, অগ্নিগ্রাসে চলে যাওয়ার হাত থেকে বাঁচতে কয়েকজন ছাদ থেকে ঝাঁপও দিয়েছেন। তবে দমকল কর্মীদের চেষ্টায় হাইড্রলিক ল্যাডারের সাহায্যে তাঁদের অক্ষত অবস্থায় উদ্ধার করা গিয়েছে।
সুরাট মানেই বস্ত্র এবং অন্যান্য জিনিস তৈরির কারখানায় ভরতি এলাকা। বরেলির কাদোদরাও তেমনই একটি জায়গা। সোমবার ভোরে সেখানকার এক বড় প্যাকেজিং কারখানায় কাজ চলছিল অন্যদিনের মতো। কিন্তু আচমকাই আগুনের লেলিহান শিখা কেটে দিল কাজের ছন্দ।
কারখানাজুড়ে ছড়িয়ে পড়ল আতঙ্ক আর ভয়াবহতা। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, কারখানা থেকে গলগল করে কালো ধোঁয়া বেরতে দেখেই দমকলে খবর পাঠানো হয়। কারখানার মধ্যে তখনও কাজ করছেন শতাধিক শ্রমিক। প্রাণে বাঁচার জন্য তাঁদের তখন কাতর আকুতি। ভিতর থেকে ভেসে আসা সেই আর্তনাদ শুনতে পান আশেপাশের মানুষ। তাঁরা দ্রুত দমকলের কাছে সাহায্য চান।