আগেই পঞ্চকুল্লার বিশেষ সিবিআই আদালত রঞ্জিৎ সিং হত্যা মামলায় স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংকে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় খুন-সহ বিভিন্ন ধারায় দোষী সাব্যস্ত করেছিল। এবার তাঁকে আজীবন কারাবাসের নির্দেশ দিল পঞ্চকুলার বিশেষ সিবিআই আদালত।
২০০২-এর ১০ জুলাই খুন হন রঞ্জিৎ সিংহ। তিনি ডেরা সচ্চা সৌদার অনুগামী ছিলেন। কিন্তু পরবর্তীকালে রাম রহিমের বিরুদ্ধে মহিলাদের উপর যৌন নির্যাতনের অভিযোগ করে ছড়িয়ে দেওয়া বেনামী চিঠির পিছনে রঞ্জিতের হাত ছিল বলে সন্দেহ করা হয়। সেই কারণেই তাঁকে গুলি করে খুন করা হয় বলে অভিযোগ। সিবিআই-এর পেশ করা চার্জশিটেও উল্লেখ করা হয়েছে, ডেরা প্রধানের সন্দেহ ছিল, বেনামী চিঠি ছড়িয়ে দেওয়ার পিছনে ছিলেন রঞ্জিৎই। সেই কারণেই তাঁকে খুনের চক্রান্ত করা হয়।
সেই ঘটনার ১৯ বছরেরও বেশি সময় পর আজ সাজা ঘোষণা করল আদালত। রাম রহিমের পাশাপাশি আরও চারজনেরও একই সাজা ঘোষণা করা হয়েছে। আজীবন কারাবাসের সঙ্গে ৩১ লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে রাম রহিমকে। বাকি দোষীদের ৫০ হাজার টাকা করে জরিমানা হয়েছে।