শুক্রবার থেকে শুরু হওয়া ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত কেরালা। এবার সেখানে জলের তোড়ে নদীগর্ভে তলিয়ে গেল আস্ত দোতলা বাড়ি। দক্ষিণের এই রাজ্যের বন্যা কবলিত কোট্টায়াম জেলায় ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে।
সংবাদ সংস্থা প্রকাশিত একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, জলের তীব্র স্রোতে নদীর পাড়ে থাকা আস্ত একটি দোতলা বাড়ি মুহূর্তে ধসে গিয়ে মিলিয়ে গেল নদীর জলে। তবে ওই সময় বাড়িটিকে কেউ না থাকায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানা গিয়েছে।
এদিকে, বন্যা পরিস্থিতির পাশাপাশি কোট্টায়াম এবং ইদুক্কির বেশ কয়েকটি জায়গা থেকে ভূমিধসের খবরও মিলেছে। প্রশাসন সূত্রে খবর, প্রাকৃতিক দুর্যোগের জেরে কেরলে এখনও পর্যন্ত ২৬ জনের প্রাণ গিয়েছে। নিখোঁজ বহু।