গত কয়েকদিন ধরেই উত্তপ্ত জম্মু-কাশ্মীর। আবারও সন্ত্রাসবাদীদের নিশানায় ভিনরাজ্যের শ্রমিক।
কাশ্মীর পুলিশের পক্ষ থেকে টুইটে জানানো হয়, এদিন সন্ধ্যায় কুলগামের ওয়ানপোহ এলাকায় ঘটনাটি ঘটে। আচমকাই ভিনরাজ্যের শ্রমিকদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে জঙ্গীরা। তাতেই দু’জনের মৃত্যু হয়। গুরুতর আহত হন আরও একজন। এরপরই পালিয়ে যায় জঙ্গীরা।
ইতিমধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী এবং সেনা জওয়ানরা। গোটা এলাকাটি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। জঙ্গীদের খোঁজে চলছে চিরুনি তল্লাশি। এর মধ্যেই অবশ্য ভিনরাজ্যের শ্রমিকদের জন্য বিশেষ বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। তাতে উপত্যকার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা শ্রমিকদের একত্রিত করে সেনা, সিএপিএফ কিংবা পুলিশ স্টেশনের কাছাকাছি কোনও স্থানে রাখতে জরুরিভিত্তিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত শনিবার জোড়া দুঃসংবাদ মিলেছিল ভূস্বর্গ থেকে। শ্রীনগরে জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছিলেন এক আম নাগরিক। পুলওয়ামাতেও জঙ্গিহানায় গুরুতর জখম হয়েছেন আরও এক ভিনরাজ্যের শ্রমিক। এদিকে দু’দিন ধরে নিখোঁজ থাকার পর পুঞ্চ সেক্টর থেকে দুই সেনার দেহ উদ্ধার হয়।