দীর্ঘ আড়াই মাসের অপেক্ষা। অবশেষে রবিবার জম্মু-কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর হেলিকপ্টার ভেঙে পড়ার ঘটনায় নিখোঁজ ক্যাপ্টেন জয়ন্ত যোশীর মৃতদেহ উদ্ধার হল। তাও আবার ঘটনাটির ৭৫ দিন পরে। ইতিমধ্যে তাঁর মৃতদেহ তুলে দেওয়া হয়েছে পরিবারের হাতে।
ঘটনার পরপরই তল্লাশি অভিযান শুরু করে ভারতীয় সেনা। দীর্ঘ ১২ দিনের চেষ্টার পর লেফ্টটেন্যান্ট কর্নেল অভীত সিংয়ের দেহ উদ্ধার করা সম্ভব হয়। কিন্তু কিছুতেই জয়ন্ত যোশীর মৃতদেহ খুঁজে পাওয়া সম্ভব হচ্ছিল না। আসলে পাঞ্জাবের পাঠানকোট ও জম্মু-কাশ্মীরের কাঠুয়া এলাকা জুড়ে রয়েছে এই বিশাল ড্যামটি। এত বড় এবং গভীর ড্যামটিকে তন্নতন্ন করে খুঁজছিলেন উদ্ধারকারী দলের সদস্যরা।
পরবর্তীতেও জয়ন্ত যোশীর দেহ খুঁজে না পাওয়ায় অত্যাধুনিক যন্ত্রও কাজে লাগানো হয়েছিল এই সার্চ অ্যান্ড রেসকিউ অপারেশনে। এরপর নামানো হয়েছিল রোবোটিক আর্মও। কিন্তু তাতেও খোঁজ মেলেনি ক্যাপ্টেনের। শেষপর্যন্ত দীর্ঘ ৭৫ দিনের চেষ্টায় এদিন উদ্ধারকারীরা ড্যামের ৭০ মিটার গভীর থেকে উদ্ধার করেন তাঁর মৃতদেহটি। তারপরে সেটি পাঠানো হয় ময়নাতদন্তে। আর পরে তা তুলে দেওয়া হয় ক্যাপ্টেনের পরিবারের হাতে।
একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, গত ৩ আগস্ট রুটিনমাফিক পাঠানকোটের মামুন মিলিটারি স্টেশন থেকে উড়েছিল সেনার অ্যাভিয়েশন স্কোয়াড্রনের রুদ্র হেলিকপ্টারটি। তাতে ছিলেন লেফ্টটেন্যান্ট কর্নেল অভীত সিং বাথ। তিনিই চালকের আসনে বসেছিলেন। আর সঙ্গে ছিলেন ক্যাপ্টেন জয়ন্ত যোশী। কিন্তু কিছুদূর ওড়ার পরই হেলিকপ্টারটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। তারপরই সেটি রঞ্জিত সাগর ড্যামে ভেঙে পড়ে আর ডুবে যায়।