সামনেই উপনির্বাচন। তার আগেই ফের ভাঙনের আঁচ গেরুয়াশিবিরে। ইতিমধ্যেই দল ছেড়েছেন খোদ জেলার সম্পাদক-সহ একাধিক নেতা। দিনহাটায় প্রচারে বেরিয়ে এবার বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি প্রার্থী অশোক মণ্ডল। উঠল ‘গো-ব্যাক’ স্লোগান। ঘটনাকে কেন্দ্র তুমুল উত্তেজনা ছড়াল বামনহাট এলাকায়। ৩০শে অক্টোবর উপনির্বাচন কোচবিহারের দিনহাটায়। এদিন দলের কর্মী-সমর্থকদের নিয়ে প্রচারে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী অশোক মণ্ডল। সঙ্গে ছিলেন নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামী।
দিনহাটার বামনহাট এলাকায় যখন বাড়ি বাড়ি প্রচার সারছিলেন বিজেপি প্রার্থী, তখন বিক্ষোভ দেখাতে শুরু করেন বেশ কয়েকজন। জানতে চাওয়া হয়, ‘নিশীথ প্রামাণিক কোথায়? যাঁকে ভোট দিয়েছিলাম, সেই নিশীথ কোথায়’? সঙ্গে ‘অশোক মণ্ডল গো-ব্যাক’ স্লোগান। উল্লেখ্য, একুশে বিধানসভা ভোটে এই দিনহাটা কেন্দ্রে বিজেপি প্রার্থী ছিলেন কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক। ভোটে জিতেওছিলেন তিনি। কিন্তু সাংসদ পদ ছেড়ে বিধায়ক হতে রাজি হননি। সেকারণেই উপনির্বাচন হচ্ছে। এদিকে আবার ভোটের মুখে গেরুয়াশিবির ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বিজেপির কোচবিহার জেলার সম্পাদক সুদেব কর্মকার। সঙ্গে দিনহাটা ১ নম্বর ব্লকের একাধিক নেতা।