গত সপ্তাহে, অর্থাৎ পুজোর ঠিক মুখেই হাতবদল হয়েছে মহারাজার। ঋণের দীর্ঘ তালিকা মেটাতে টাটা সন্সের হাতেই এই বিমান সংস্থা তুলে দিয়েছে কেন্দ্রীয় সরকার। কিন্তু কেবলমাত্র এয়ার ইন্ডিয়া নয়– বেসরকারিকরণের লম্বা তালিকায় রয়েছে আরও আট সংস্থা। এয়ার ইন্ডিয়ার পরে এই আট রাষ্ট্রায়ত্ত সংস্থার মালিকানা বদল এখন স্রেফ সময়ের অপেক্ষা।
ডিআইএপিএম-এর সেক্রেটারি তুহিন কান্ত পান্ডে সম্প্রতি একটি প্রেস বিবৃতির মাধ্যমে জানিয়েছেন, এয়ার ইন্ডিয়ার পরে কেন্দ্রীয় সরকার এবার এই আট সংস্থার বেসরকারিকরণের রাস্তায় হাঁটবে। সমান্তরাল পথেই ধীরে ধীরে মালিকানা বদল হবে এই সংস্থাগুলির।
আগামী বছরেই অনুষ্ঠিত হবে লাইফ ইন্সিওরেন্স কর্পোরেশন বা এলআইসি-র ইনিশিয়াল পাবলিক অফারিং বা আইপিও সার্ভিস সার্ভিস। শোনা যাচ্ছে ভারতের বৃহত্তম ওই আইপিও সার্ভিসে ২০ শতাংশ বিদেশি বিনিয়োগের সুযোগ থাকছে। আগামী বছরের মার্চ মাসে ওই আইপিও অনুষ্ঠিত হবে। ২০২২ সালের মার্চ মাসের ৩১ তারিখ অনুষ্ঠিত হতে চলা ওই আইপিও প্রোগ্রামের জন্য বেশ মোটা টাকার আশাই করছে কেন্দ্রীয় সরকার।
চলতি বছরের ডিসেম্বর মাসেই ভারত পেট্রোলিয়ম কর্পোরেশন লিমিটেড নিলামে উঠতে চলেছে। নিলামের জন্য সমস্ত পদ্ধতি বর্তমানে চলছে। বর্তমানে কেন্দ্রের হাতে এই সংস্থার ৫২.৯৮ শতাংশ শেয়ার রয়েছে। এই মোট শেয়ারের মূল্য ৫২ হাজার কোটি টাকা। বিভিন্ন বেসরকারি সংস্থা বিপিসিএল-এর জন্য দর হাঁকতে প্রস্তুত। তালিকায় রয়েছে বেদান্ত থেকে অ্যপোলো গ্লোবাল ম্যানেজমেন্ট।
ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আইডিবিআই ব্যাঙ্কের এক্সপ্রেশন অফ ইন্টারেস্টের কাজ শুরু হবে ডিসেম্বরে। তারপর বেসরকারিকরণের পুরো পদ্ধতির জন্য সময় লাগবে আরও ন মাস।
এই তিনটি ছাড়াও, তালিকায় আছে সেন্ট্রাল ইলেকট্রনিক্স লিমিটেড, বিইএমএল শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া, নীলাচল ইস্পাত নিগম লিমিটেড, পবন হান্স প্রভৃতিও বেসরকারিকরণের রাস্তায় হাঁটতে চলেছে।